শহীদ কন্যাকে ধর্ষণ: পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে নাহিদ ইসলাম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

পটুয়াখালীতে পুলিশের গুলিতে নিহত শহীদের মেয়েকে ধর্ষণের ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি পটুয়াখালী পৌঁছান। এনসিপির নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাহিদ ইসলাম তার এই সফরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শহীদ কন্যার খোঁজ খবর নেবেন। এছাড়া তিনি নির্যাতিত পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন এক ব্যক্তি। এরপর তার ১৭ বছর বয়সী কন্যাকে ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করলেও অপর একজন এখনো পলাতক রয়েছে।

এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শহীদ কন্যার ওপর এমন বর্বর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অপরাধীদের কঠোর শাস্তি চাই। পাশাপাশি নির্যাতিত পরিবারকে সকল প্রকার সহায়তা দিতে আমরা পাশে থাকব।

Nagad