পাকিস্তানি রেঞ্জার আটক, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ
ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভয়াবহ সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী।
রোববার (৪ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আটক পাকিস্তানি রেঞ্জার বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।


প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল পাকিস্তান পাঞ্জাবের ফিরোজপুর সেক্টর থেকে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে। এরপর থেকে দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়ে।
এনডিটিভির দাবি, রেঞ্জার আটকের পরই নিয়ন্ত্রণরেখার কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, নৌশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। ভারতও পাল্টা জবাব দেয়।
তবে এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর মধ্যেই বিএসএফ সদস্য সাহুর মুক্তি নিয়ে একাধিক বৈঠক হলেও পাকিস্তান এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
এর আগেই কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যা ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত।
এ পরিস্থিতিতে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হয়েছে। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করলে, জবাবে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল ও আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।
এদিকে উত্তেজনার মধ্যেই পাকিস্তান ‘আবদালি’ নামের ৪৫০ কিমি রেঞ্জের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যেটিকে ভারতীয় কর্মকর্তারা ‘খোলামেলা উসকানি’ বলে উল্লেখ করেছেন।