স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার
স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে গঠিত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণকালে তিনি এই নির্দেশনা দেন। এ সময় কমিশনের সদস্যরা জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে প্রতিবেদন হস্তান্তর করেন।


প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের যে সমস্যাগুলো রয়েছে, তা সমাধানে এই কমিশনের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেসব সুপারিশ বাস্তবায়নযোগ্য, সেগুলো দ্রুত কার্যকর করতে হবে।’
তিনি স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে বলেন, ‘ডাক্তারদের যেখানে পোস্টিং, সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে বিকেন্দ্রীকরণ অপরিহার্য।’
ডা. ইউনূস আরও বলেন, ‘একদিকে রয়েছে ডাক্তার সংকট, আবার কোথাও ডাক্তার থাকলেও প্রয়োজন অনুযায়ী নেই। এই অসামঞ্জস্যের স্থায়ী সমাধান জরুরি।’
স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে ‘মেডিকেল পুলিশ’ নামে বিশেষ ইউনিট গঠন, নতুন সাতটি আইন প্রণয়নসহ নানা সুপারিশ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক লিয়াকত আলী, ডা. সায়েবা আক্তার, সাবেক সচিব এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম, ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান এবং শিক্ষার্থী প্রতিনিধি উমায়ের আফিফ।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— ডা. নায়লা জামান খান ও ডা. মোজাহেরুল হক।