তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে এই জেলায়। রবিবার (১১ মে) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল মাত্র ২৬ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগের দিন, শনিবার (১০ মে) চুয়াডাঙ্গাতেই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই রোদে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো চুয়াডাঙ্গা। প্রখর তাপদাহ ও ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। তীব্র গরমের কারণে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে রোদে পুড়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে শ্রমজীবী মানুষদের।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এ সময় শিশু, বয়স্ক এবং অসুস্থদের বাড়ির বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত। পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং সরাসরি রোদের সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Nagad