ডাক বিভাগের মাধ্যমে কওমি উদ্যোক্তাদের আম আসবে ঢাকায়

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরার বিখ্যাত আম এবার কওমি তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে ডাক বিভাগের মাধ্যমে ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছাবে। প্রতিদিন প্রায় ৪ হাজার কেজি আম সরবরাহের লক্ষ্যে ডাক বিভাগ পরিবহন সহযোগী হিসেবে কাজ করছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, “ডাক বিভাগকে আমরা নতুনভাবে গড়ে তুলছি। এই উদ্যোগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর সাপ্লাই চেইন গড়ে তোলার অংশ। ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষিপণ্য সরাসরি ভোক্তার দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।”

এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন কওমি মাদ্রাসা শিক্ষিত তরুণ উদ্যোক্তারা। ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বর্তমানে তাদের কমিউনিটিতে যুক্ত আছেন ৮০ হাজারের বেশি কওমি তরুণ, যারা ফ্রিল্যান্সিং, ই-কমার্স, কৃষি ও উৎপাদন খাতে কাজ করছেন।

বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগ এই প্রকল্পের পরিবহন সহযোগী হিসেবে কাজ করছে। ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে চাষিদের কাছ থেকে সংগৃহীত আম প্রতিদিন ঢাকার প্রতিটি প্রান্তে গ্রাহকদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে, যা ভোক্তাদের জন্য নিশ্চিত করবে এক অনন্য অভিজ্ঞতা।

উদ্যোক্তারা আশা করছেন, এই প্রকল্প শুধু একটি মৌসুমি কার্যক্রম নয়, বরং এটি একটি টেকসই কৃষিপণ্য বিপণন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। যা আগামীতে অন্যান্য ফল, কৃষিপণ্য ও আঞ্চলিক উৎপাদনের ক্ষেত্রেও অনুকরণীয় উদাহরণ হতে পারে।

Nagad

এই উদ্যোগের আওতায় প্রতিদিন প্রায় ৪০০০ কেজি আম ঢাকায় পরিবহন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ডাক বিভাগের বিশ্বস্ত লজিস্টিক নেটওয়ার্ক এর উপর আস্থা রেখে। এ উদ্যোগের মাধ্যমে সুলভে পরিবহন সুবিধা পাচ্ছেন উদ্যোক্তা ও চাষিরা; ভোক্তামূল্য পর্যায়ে যার সুফল সরাসরি গ্রাহকরাও উপভোগ করবেন।

এই উদ্যোগের সেবা গ্রহণ করতে যেকোনো নাগরিক কওমি উদ্যোক্তা নামক ফেসবুক গ্রুপ বা এই উদ্যোগের সাথে যুক্ত বিক্রেতাদের ফেসবুক পেইজে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন।