চতুর্থ দিনের মতো নগরভবনে বিক্ষোভ, ইশরাকের শপথ দাবিতে অবরোধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

রোববার (১৮ মে) সকাল থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের প্রধান ফটক অবরোধ করে অবস্থান নেন তারা। এতে ভবনে প্রবেশ করতে পারছেন না সেবাগ্রহীতারা।

সরেজমিনে দেখা গেছে, ডিএসসিসির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে নগরভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাক সমর্থকরা। তারা বিভিন্ন স্লোগানে শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন। ‘শপথ শপথ শপথ চাই’, ‘ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘অবিলম্বে শপথ দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’—এমন সব স্লোগানে মুখর হয়ে ওঠে নগরভবন এলাকা।

এর আগে শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা হয়েছিল। তখন আওয়ামী লীগের প্রভাব থাকা আদালতে আমরা সব আইন মেনেই রায় পেয়েছি। আদালতের এই রায় নিয়ে প্রশ্ন তোলা মানে আদালত অবমাননা।’

তিনি জানান, গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও এখনো তাকে শপথ করানো হয়নি। ‘আমরা শপথ গ্রহণের জন্য প্রস্তুত,’ বলেন তিনি।

প্রসঙ্গত, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ২৭ মার্চ ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করা হয়। এরপর ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের মতামত চায় নির্বাচন কমিশন (ইসি)। যদিও কোনো মতামত ছাড়াই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

Nagad

আইন উপদেষ্টা আসিফ নজরুল এরপর অভিযোগ করেন, মন্ত্রণালয়ের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে ১৩ মে স্থানীয় সরকার বিভাগকে ইসি জানায়, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে না।