শেষ ঠিকানার কারিগর মনু মিয়ার ঘোড়াটিকে হত্যা, এলাকাজুড়ে শোক

কিশোরগঞ্জ সংবাদদাতা:কিশোরগঞ্জ সংবাদদাতা:
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৫

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের কবর খননকারী মনু মিয়ার প্রিয় ঘোড়াটি দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে মারা গেছে। স্থানীয়দের প্রিয় ও ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত ঘোড়াটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

৬৭ বছর বয়সী মনু মিয়া প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করছেন। জেলায় তিনি ‘শেষ ঠিকানার কারিগর’ নামে পরিচিত। প্রায় ১০ বছর আগে বাজারের দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনে নেন, যার পিঠে চড়ে ছুটে যেতেন কবর খুঁড়তে। বিনামূল্যে তিনি এ পর্যন্ত তিন হাজারের বেশি কবর খনন করেছেন।

বর্তমানে নানা অসুস্থতায় ভুগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় তার ঘোড়াটি মিঠামইনের হাশিমপুরে ঘাস খেতে গেলে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা বল্লমের আঘাতে প্রাণঘাতী হামলা চালায়। মনু মিয়ার স্বজনরা তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে এ ঘটনার খবর এখনও তাকে জানাননি।

প্রতিবেশী আলমগীর জানান, “মানুষ মারা গেলে মনু চাচা ঘোড়ায় চড়ে কবর খুঁড়তে যেতেন। শুক্রবার কে বা কারা ঘোড়াটিকে হত্যা করেছে। আমরা এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

এলাকার সন্তান, ঢাকার আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা বলেন, “মনু মিয়ার সঙ্গী ঘোড়ার এমন পরিণতি অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই দুঃসময়ে তার পাশে থাকার চেষ্টা করবো।”

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন জানান, ঘোড়াটিকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিঠামইন থানায় মামলা করার প্রস্তুতি চলছে। দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

Nagad

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ‘ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’