ডলার এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি ৩০০ টাকা, অতিরিক্ত চার্জ নিষিদ্ধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৫

বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে ব্যাংক থেকে ডলার কিনে পাসপোর্টে এনডোর্সমেন্ট করাতে চাইলে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে ব্যাংকগুলো। এর বেশি কোনো সার্ভিস ফি, কমিশন বা অন্য কোনো চার্জ নেওয়া যাবে না।

শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, অনুমোদিত ডিলার শাখাগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও অন্যান্য সার্ভিস চার্জ আদায় করছে। এর ফলে গ্রাহকরা বৈধ চ্যানেলে ডলার কিনতে নিরুৎসাহিত হচ্ছেন—এমন তথ্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন মাধ্যমে পেয়েছে।

এই পরিস্থিতিতে বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা ক্রয়ে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে, শুধু এনডোর্সমেন্ট ফি হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা নেওয়া যাবে। এর বাইরে অন্য কোনো নামে অতিরিক্ত ফি, চার্জ বা কমিশন নেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

Nagad