কক্সবাজার থেকে হেঁটে এভারেস্টের চূড়ায় শাকিল, বিশ্বরেকর্ড
সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। দীর্ঘ ৮৪ দিন হেঁটে কক্সবাজার থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় পৌঁছান তিনি। সোমবার (১৯ মে) দুপুরে তিনি এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান।
শাকিলের অভিযান সমন্বয়কারীরা ফেসবুকে জানান, ‘এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। বর্তমানে ক্যাম্প-৪–এ অবস্থান করছে। নেটওয়ার্ক সমস্যার কারণে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হয়নি।’


এর আগে গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে “সি টু সামিট” (সমুদ্র থেকে শৃঙ্গ) নামে নিজের এই অভিযানের যাত্রা শুরু করেন শাকিল।
চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে ১২ দিনে তিনি ঢাকায় পৌঁছান। কিছুদিন বিশ্রাম নিয়ে ফের যাত্রা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে ২৮ মার্চ পঞ্চগড়ে পৌঁছান। ২৯ মার্চ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন তিনি। জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ৩১ মার্চ পৌঁছান নেপালে।
১,৪০০ কিলোমিটারের বেশি পথ হেঁটে গত ২৯ এপ্রিল শাকিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান। এরপর ৬ মে প্রথম রোটেশনে ক্যাম্প-৩ পর্যন্ত উঠে ১০ মে বেস ক্যাম্পে ফেরেন। রোটেশনটি ছিল মূল অভিযানের প্রস্তুতির অংশ।
১৬ মে বেস ক্যাম্প থেকে ক্যাম্প-২, ১৭ মে ক্যাম্প-৩ এবং ১৮ মে ক্যাম্প-৪-এ পৌঁছান তিনি। এখান থেকেই আজ ভোরে তিনি সামিট পুশ শুরু করেন এবং সফলভাবে শৃঙ্গ জয় করেন।
বাংলাদেশের স্বপ্নবাজ এ তরুণের আগে ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে ৯৬ দিনে প্রায় ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পদচিহ্ন রাখেন। শাকিল তার চেয়ে সপ্তাহখানেক কম সময়ে পাড়ি দিয়েছেন আরও ১০০ কিলোমিটার বেশি।
গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শুরু হয় শাকিলের পদযাত্রা। ৯০ দিনের মধ্যে ‘সি টু সামিট’ জয়ের লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেন তিনি। যাত্রাপথে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় এক হাজার ৩শ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্টের ২৯ হাজার ৩১ ফুট উঁচু শিখরে আরোহণ করলেন শাকিল।
এর আগে ২০১৩ সালে তিনি কলকাতা থেকে হেঁটে ১১ দিনে ঢাকায় পৌঁছান। তখনই যোগ দেন বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবে। পর্বতারোহণের প্রাথমিক প্রশিক্ষণ নেন ভারত থেকে। ২০১৫ সালে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ২০ হাজার ২৯০ ফুট উচ্চতার কেয়াজো-রি পর্বতশৃঙ্গ জয় করতে যান এম এ মুহিতের নেতৃত্বে সাত পর্বতারোহী। তাদের একজন শাকিল।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশিদের মধ্যে এভারেস্ট জয় করেছেন- মুসা ইব্রাহিম, নিশাত মজুমদার, এম এ মুহিত, ওয়াসফিয়া নাজরীন, খালেদ হোসেন ও বাবার আলী।