পাকিস্তান আর ভারতের নদীর পানি পাবে না: মোদী
ভারতের অধিকারে থাকা নদীগুলোর পানি পাকিস্তান আর পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত জানানো হয়। এই চুক্তির আওতায় পাকিস্তানকে পানি সরবরাহ করে আসছিল ভারত।


উল্লেখ্য, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তিটি পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির কৃষিজমির প্রায় ৮০ শতাংশই ভারতের দিক থেকে প্রবাহিত তিনটি নদীর পানির ওপর নির্ভরশীল। তবে পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছেন, চুক্তি স্থগিত হলেও তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।
এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে দায়ী করে, যদিও ইসলামাবাদ সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
হামলার পর দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে তিন দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত ১০ মে একটি যুদ্ধবিরতির মাধ্যমে প্রশমিত হয়।
রাজস্থানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, প্রতিটি হামলার জন্য পাকিস্তানকে বড় মূল্য দিতে হবে—তা তাদের সেনাবাহিনী হোক কিংবা অর্থনীতি।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডাচ সংবাদমাধ্যম এনওএসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বর্তমানে সীমান্তে কোনো সরাসরি গোলাগুলি না চললেও সেনাবাহিনীর অবস্থান পুনর্বিন্যাস করা হয়েছে এবং সামরিক অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “২২ এপ্রিলের মতো কোনো হামলা হলে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবো। জঙ্গিরা যদি পাকিস্তানে থাকে, আমরা সেখানেই আঘাত করব।”
তবে মোদী ও জয়শঙ্করের বক্তব্যের পর পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।