ভবনে আগুন, স্ত্রী-সন্তান নিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন বাপ্পা মজুমদার
প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজধানীর বনানীতে তার ভবনে আগুন লাগে। ফেসবুকে দেওয়া এক পোস্টে বাপ্পা জানিয়েছেন, অল্পের জন্য তিনি ও তার পরিবার রক্ষা পেয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে বাপ্পা মজুমদার লেখেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ—তাদের দ্রুত পদক্ষেপ না থাকলে কী যে হতো, ভাবতেই শিউরে উঠছি। বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’


গণমাধ্যমে বাপ্পা জানান, আগুন লাগে ভবনের নিচতলায়। ইন্টারকমে কল পেয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। আগুনের তাপে মুখে আঁচ লাগে। কিছুক্ষণ স্ত্রী ও সন্তানদের নিয়ে বারান্দায় অবস্থান করেন। এমন সময় পাশে থাকা গীতিকার শাহান কবন্ধের সহায়তায় অভিনেত্রী স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তানসহ ভবন থেকে বের হতে সক্ষম হন।
বাপ্পা মজুমদার বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি। ভোরে রাস্তায় যান চলাচল কম থাকায় ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাতে পেরেছে, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। আমি এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারিনি, কিছুটা সময় লাগবে।’