পানিবণ্টন সমস্যা সমাধানে ভারতের সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের সঙ্গে টালবাহানার কিছু নেই, বরং বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যদি কেউ বলে টালবাহানা মেনে নেওয়া হবে না, তাহলে বলব—এখানে টালবাহানার কিছু নেই। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ১৫-২০ এমনকি ৩০ বছরেও ভারত থেকে পানিবণ্টনের ক্ষেত্রে ইতিবাচক কিছু পাইনি। একসময় ভারত পক্ষ থেকে ইতিবাচক সাড়া এলেও আমরা তা গ্রহণ করিনি। বর্তমানে আলোচনা সেই পর্যায়েই রয়েছে।’

এর আগে, বুধবার কুড়িগ্রামের ঘোষপাড়ায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না। বাস্তবসম্মত উপায়ে পরিকল্পনা করতে হবে।’

এই প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা দ্বিপাক্ষিকভাবে সমাধানে আগ্রহী। কতটা সফল হবো, সেটাই এখন দেখার বিষয়।’

মালয়েশিয়ায় গ্রেফতার ৩৬ জন বাংলাদেশির বিষয়ে তথ্য জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এখনো এ বিষয়ে উত্তর পাওয়া যায়নি।

Nagad

প্রবাসীদের সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের দুর্ভোগ কমাতে আমরা চেষ্টা করছি। উদাহরণস্বরূপ, ওমানে পাসপোর্ট সরবরাহের ব্যবস্থা নিচ্ছি যাতে রাস্তায় রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। অন্য মিশনগুলোতেও একই ব্যবস্থা চালু করতে বলা হয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে না পারার আক্ষেপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটাকে আক্ষেপ বলি না। আমরা তাকে ফেরত আনার জন্য চিঠি দিয়েছি। প্রয়োজনে ফলোআপও করা হবে।’

গত এক বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কতটুকু সংস্কার হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সংস্কার নিয়ে কখনো হ্যাপি হওয়া উচিত নয়। হ্যাপি হলে আর কিছু করার থাকে না। আমরা চেষ্টা করছি মন্ত্রণালয়কে যতটা সম্ভব জনবান্ধব করতে।’