রোবট অলিম্পিয়াডের নতুন অধ্যায় শুরু: প্রশিক্ষণের মাধ্যমে উদ্বোধন
স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫’-এর কার্যক্রম। আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠেয় ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অংশ নিতে বাংলাদেশ দলের প্রস্তুতির অংশ হিসেবে এই আয়োজন করেছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
শুক্রবার (৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে বিডিওএসএনের অফিসে ২৬ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল আগামী জুলাই ও আগস্ট মাসজুড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ার্কশপ ও একটিভেশন প্রোগ্রাম পরিচালনা। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বাস্তবে মার্স রোভার পরিচালনার অভিজ্ঞতাও অর্জন করেন।


এবারের অলিম্পিয়াডের থিম ঘোষণা করেছে আয়োজক সংস্থা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি (IROC)। এবারের থিম হচ্ছে ‘স্পেস রোবট’, যার মাধ্যমে শিক্ষার্থীরা মহাকাশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় রোবট নির্মাণে উৎসাহিত হবে।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫-এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি বিভাগে: জুনিয়র লো (১ম–৪র্থ শ্রেণি), জুনিয়র হাই (৫ম–৬ষ্ঠ শ্রেণি), সিনিয়র (৭ম–১২শ শ্রেণি)।
প্রতিযোগিতার ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে: ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি, ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। তাছাড়া শুধুমাত্র জাতীয় পর্বের জন্য আয়োজিত হবে রোবটিক্স কুইজ, যা আন্তর্জাতিক প্রতিযোগিতার অন্তর্ভুক্ত নয়।
আগামী আগস্টে রেজিস্ট্রেশন শুরু হবে এবং সেপ্টেম্বর মাসে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এখান থেকেই নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
২০১৮ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ। পূর্বে জাতীয় আয়োজনটি ‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড’ নামে পরিচিত থাকলেও, IROC-এর নির্দেশনায় এখন থেকে এটি পরিচিত হবে ‘আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন’ নামে।
উল্লেখ্য, গত বছর দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাফল্য পায়।
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে আয়োজক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে:
🌐 https://bdro.org