গির্জা পুনর্নির্মাণে কোটি টাকা দিলেন মোহাম্মদ সালাহ
মিশরের রাজধানী কায়রোতে একটি গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববারের (১৪ আগস্ট) ওই ঘটনায় ১৮ জন শিশুসহ ৪১ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক আহতও হয়েছেন।
সেই গির্জার সংস্কার ও পুনর্নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মিশরীয় ফুটবলার, লিভারপুলের ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। তিনি প্রায় ৩০ লাখ মিশরীয় ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি টাকা দিয়েছেন।


মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গির্জাটি নতুন করে বানানোর কাজ শুরু করতে দেশটির সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন।
নিয়মিতই জনকল্যাণ মূলক কাজ করে থাকেন মোহাম্মদ সালাহ। দেশের প্রয়োজনে বরাবরই পাশে থাকেন মহানুভব এই ফুটবলার।
ব্রিটিশ জাতীয় সংবাদপত্র সানডে টাইমস’ এর জরিপে জানা গেছে, যুক্তরাজ্যে ২০২২ সালে জনকল্যাণমূলক কাজে খরচ করাদের তালিকায় আট নম্বরে রয়েছেন মোহাম্মদ সালাহ। এখন পর্যন্ত তিনি প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড দান করেছেন। যা তার মোট সম্পত্তির (৪১ মিলিয়ন পাউন্ড) প্রায় ছয় শতাংশের সমান।
সারাদিন/১৭ আগস্ট/এমবি