হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে হারালো ইউনাইটেড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান রানার্সআপ লিভারপুলকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। হাইভোল্টেজ এই ম্যাচটিতে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং অধিনায়ক হ্যারি মাগুয়েরকেও দলে রাখেননি ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ।

সোমবার (২২ আগস্ট) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টেন হাগের অধীনে এটিই ইউনাইটেডের প্রথম জয়।

জেডন স্যানচো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড। শেষ দিকে লিভারপুলের একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।

গত মৌসুমে দুই দেখায় ৫-০ এবং ৪-০ গোলে লিভারপুলের কাছে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। স্বভাবতই এই ম্যাচে ফেবারিট ছিল লিভারপুল। তারা বল দখল আর শটে এগিয়েও ছিল। কিন্তু টেন হাগের হিসেবি পরিকল্পনার সাথে পেরে উঠেনি অলরেডরা।

হাইভোল্টেজ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ১৯ থেকে ১৪ নম্বরে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখনও জয়ের দেখা না পাওয়া লিভারপুল ২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে।

সারাদিন/২৩ আগস্ট/এমবি

Nagad