পদত্যাগের খবরে বিব্রত ডোমিঙ্গো: বিসিবি সিইও
সকাল থেকেই গুঞ্জন উঠেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে পদত্যাগ করেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে নিশ্চয়তা ও সত্যতা মেলেনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ডোমিঙ্গোর চাকরি ছাড়ার কোনও আনুষ্ঠানিক পদত্যাগপত্র পায়নি বোর্ড। তাই ডোমিঙ্গোই বাংলাদেশের হেড কোচ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে বিসিবির প্রধান নির্বাহী গণমাধ্যমকে বলেন, “রাসেল ডোমিঙ্গো পদত্যাগ করেননি। তার সাথে আজও আমার কথা হয়েছে। তিনি পত্রিকায় তার পদত্যাগের খবরে বিব্রত। তিনি আমাকে বলেছেন, খবরটি মিডিয়ায় যেভাবে এসেছে, আসলে তা নয়।”
ডোমিঙ্গোর চাকরি ছাড়তে চাওয়ার খবর কী মিথ্যা? এমন প্রশ্নে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, “পুরো বিষয়টি যেভাবে এসেছে, ডোমিঙ্গো আমাকে বলেছেন তিনি সেভাবে বলেননি। তিনি পদত্যাগ করেননি। ডোমিঙ্গো আমাকে বলেছেন, মিডিয়ায় যেভাবে এসেছে, আমি সেভাবে বলিনি।”
সারাদিন/২৫ আগস্ট/এমবি