আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
জ্বালানি সাশ্রয়ে জার্মানিতে নানা নিষেধাজ্ঞা
জার্মানিতে আসন্ন শীতকালে সরকারি ভবনে বাতি জ্বালানো ও ঘর গরম রাখার সুযোগ সীমিত করা হয়েছে।

জ্বালানিসংকট প্রকট হচ্ছে ইউরোপে। সেই সঙ্গে আগস্ট মাস শেষ হতে চলল, অক্টোবর মাস থেকে সাধারণত শীত শুরু হয় এই মহাদেশে। অর্থাৎ শীত আসতে আর এক মাসের মতো বাকি। শীতের সময় ইউরোপে ঘর গরম রাখতে ফায়ারপ্লেস জ্বালাতে হয়, তা না হলে সেখানে টেকাই দায়। কিন্তু এবার শীতে গ্যাস রেশনিং করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। বিষয়টি হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র। এখন সেই নিষেধাজ্ঞা তাদের জন্য বুমেরাং হয়ে উঠেছে। কারণ, তেল-গ্যাসের বিকল্প উৎস এখনো তারা বের করতে পারেনি। ফলে যে রাশিয়ার কাছ থেকে তারা এত দিন চাহিদার ৩৫ শতাংশ আমদানি করত, সেই আমদানি বন্ধ হওয়ায় বড় ধরনের বিপদে পড়েছে তারা।জার্মানিতে আসন্ন শীতকালে সরকারি ভবনে বাতি জ্বালানো ও ঘর গরম রাখার সুযোগ সীমিত করা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে জার্মান সরকার গ্যাস ব্যবহার অন্তত ২ শতাংশ হ্রাস করতে চায়। জার্মানির অর্থমন্ত্রী বলেছেন, এতে আগামী দুই বছরে জার্মানির পরিবার, কোম্পানি ও সরকারি খাতের প্রায় ৯১০ কোটি পাউন্ড বেচে যেতে পারে। বলা বাহুল্য, রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা হ্রাস করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: প্রথম আলো

ইউক্রেনের স্বাধীনতা দিবসে ‘ভয়ংকরতম’ রুশ হামলা

ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসে ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দুই শতাধিক সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর এবারই প্রথম এত বড়সংখ্যক সেনা হত্যার দাবি করল ক্রেমলিন। পর্যবেক্ষকরা বলছেন, বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই হামলা মাত্রার দিক থেকে এখন পর্যন্ত ভয়ংকরতম।গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানায়, ইউক্রেনের দিনিপ্রপেত্রভস্ক এলাকার চ্যাপলিন রেলস্টেশনে একটি সামরিক ট্রেনে মস্কোর তৈরি স্বল্পপাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সংরক্ষিত দুই শতাধিক সেনা নিহত হয়েছে।ওই এলাকার চ্যাপলিন স্টেশন থেকে ট্রেনটি ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসের ‘সংঘাতপূর্ণ অঞ্চলের দিকে যাচ্ছিল’। এ ছাড়া এই হামলায় সামরিক সরঞ্জামের ১০টি ইউনিট ধ্বংস হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

দক্ষিণ কোরিয়ার জন্মহার আরও কমেছে

বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়ায় ফের সর্বনিম্ন জন্মহার রেকর্ড করেছে এবং এ সংখ্যাটি আরও কমেছে। খবর বিবিসির। বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার জন্মহার ০.৮১ এ নেমে এসেছে, যা গত বছরের তুলনায় তিন পয়েন্ট কম। গত বছর এই হার ছিল ০.৮৪।এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো দেশটির জন্মহার ১-এর নিচে নেমে আসে। উন্নত বিশ্বের জন্মহার দক্ষিণ কোরিয়ার থেকে অনেক বেশি। এই হার ১ দশমিক ৬ শতাংশ।অভিবাসী ছাড়া যদি দেশটি তার জনসংখ্যা স্থিতিশীল রাখতে চায়, তবে প্রত্যেক দম্পতিকে দুটি করে সন্তান নিতে হবে। কিন্তু বাস্তবতা খুবই কঠিন। ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো জন্মহারের থেকে মৃত্যুহার বেশি ছিল। সে সময়ই দেশটির কর্তৃপক্ষ শঙ্কিত হয়ে পড়ে। দেশটির রাজনীতিবিদরা বছরের পর বছর ধরেই জানতেন এমন পরিস্থিতি আসছে, কিন্তু তাঁরা এই নতুন পরিস্থিতি মোকাবিলায় কিছুই করতে পারেননি। সূত্র: সমকাল

Nagad

স্বাধীনতা দিবসে ইউক্রেনে রকেট হামলায় নিহত ২৫

ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসে একটি ট্রেন স্টেশনে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ইউক্রেন অভিযানের ৬ মাস পূর্তির দিনে এই হামলা চালাল রুশ বাহিনী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগে থেকেই সতর্ক করে আসছিলেন, স্বাধীনতা দিবসে বড় ধরনের হামলা চালাতে পারে রুশ বাহিনী। তার আভাসই বাস্তবে পরিণত হলো। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে। হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এ হামলা চালিয়েছে রাশিয়া। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। ক্রেমলিনের পক্ষ থেকে কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে ট্রেন স্টেশনে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ৫০ জন নিহত হয়। সূত্র: বিডি প্রতিদিন।

সলোমন দ্বীপপুঞ্জে প্রবেশের অনুমতি পায়নি মার্কিন কোস্টগার্ড

সলোমন দ্বীপপুঞ্জ অনুমতি না দেওয়ায় দেশটির বন্দরে জ্বালানির জন্য প্রবেশ করতে পারেনি মার্কিন কোস্টগার্ডের একটি জাহাজ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি দিয়েছে রয়টার্স।তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সংবাদ সংস্থার প্রশ্নের উত্তর দেয়নি দ্বীপ কর্তৃপক্ষ। গত মে মাসে চীনের সঙ্গে নিরাপত্তা চুক্তি করার পর থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জের সম্পর্ক এখন বেশ উত্তেজনাকর। সম্প্রতি দেশটি বেইজিং থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে মোবাইল অবকাঠামো খাতে বিনিয়োগ করেছে। এ ছাড়া সম্প্রতি দুই দেশের মধ্যকার সামরিক চুক্তির একটি খসড়া ফাঁস হয়েছে। মার্কিন কোস্টগার্ডের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, একটি আঞ্চলিক সংস্থার হয়ে অবৈধ মৎস্য শিকার নিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে টহল দিচ্ছে ইউএসসিজিসি অলিভার হেনরি। জাহাজটি জ্বালানির জন্য সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারায় প্রবেশ করতে চাইলে ব্যর্থ হয়। এরপর পাপুয়া নিউগিনির পথ ধরে অলিভার হেনরি। সূত্র: বণিক বার্তা।

ওসাইরিস গিটারস: দেশি গিটারের আশ্চর্য এক জগত

‘ছোটবেলা থেকেই গ্রীক পুরাণ, মিশরীয় পুরাণের প্রতি আমার অনেক আগ্রহ ছিলো। গ্রীক পুরাণের মধ্যে একটি চরিত্র ছিলো ওসাইরিস। ‘জাজ অফ দ্যা ডেড অ্যান্ড আন্ডারওয়ার্ল্ড’ ছিলেন তিনি। ওসাইরিস ভীষণ শক্তিশালী ছিলেন; আমরা আমাদের গিটারকেও সেই জায়গাতে দেখতে চাই। তাই আমরা নাম দিয়েছি ওসাইরিস গিটারস’, বলছিলেন বাংলাদেশের প্রথম ইলেক্ট্রিক গিটার তৈরিকারী প্রতিষ্ঠান ‘ওসাইরিস’ এর প্রতিষ্ঠাতা মাহবুব আলম সিয়াম ওরফে সিয়াম মাহবুব।কোনো কাপড়ের গায়ে ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা দেখলে আমরা ভীষণ গদগদ হয়ে যাই, তাই না? ভীষণ গর্ববোধ হয় আমাদের, নিজেদের পণ্য বা দেশের তৈরি পণ্য নিয়ে বিপুল আহ্লাদও প্রকাশ করে ফেলি অনেক সময়। এই আহ্লাদিত হয়ে যাওয়া অবশ্য দোষের কিছু না। অন্ততপক্ষে ‘মেইড ইন বাংলাদেশ’ নিজেদের অস্তিত্ব রক্ষার কিংবা ঐতিহ্যরক্ষার সাপেক্ষেই কাজ করে। এবার শুধু পোশাক নয়, মেইড ইন বাংলাদেশের তালিকায় যুক্ত হয়েছে দেশেই ইলেকট্রিক গিটার তৈরিকারী প্রতিষ্ঠান ‘ওসাইরিস গিটারস’।যাত্রা শুরুর গল্প…ছোটবেলা থেকেই গিটারের প্রতি আগ্রহ ছিলো ওসাইরিসের স্বত্বাধিকারী সিয়াম মাহবুবের। একসময় গিটার বাজানোও শিখেছিলেন, খুলেছিলেন ‘অ্যান্ড উই’ নামের ব্যান্ড। অতিরিক্ত দক্ষতা হিসেবে গিটার বাজানোর পাশাপাশি শিখে রেখেছিলেন গিটার সারানোর খুঁটিনাটি কাজ। পরিবারের সমর্থন থাকলেও শৈশব থেকেই সিয়াম ছিলেন আত্মনির্ভরশীল। টিউশন করার পাশাপাশি ছবি আঁকা, কারুকাজ করার মাধ্যমে উপার্জিত অর্থ জমিয়ে রাখতেন। ২০১১ সালের দিকে আগের জমানো অর্থ এবং বাবার থেকে কিছু টাকা নিয়ে কিনেছিলেন প্রথম গিটার। গিটার কেনার পর নিজের ব্যান্ডের পাশাপাশি, অন্যান্য কিছু ব্যান্ডেও গিটারিস্ট হিসেবে বাজাতেন। তবে তিনি যে নিজেই গিটার তৈরি করবেন বা ব্যবসা করবেন এমন ভাবনা প্রথম থেকে ছিলো না। পারিবারিক কিছু সমস্যার কারণে নিজের পাশে এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত নেন ব্যবসা শুরু করার। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ভ্লাদিমির পুতিন: রাশিয়ার সৈন্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর জন্য রুশ প্রেসিডেন্টের নির্দেশ

রাশিয়ার সেনাবাহিনীতে আগামী কয়েকমাসে এক লক্ষ সাইত্রিশ হাজারের মতো সৈন্য বাড়তে পারে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন।বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা ১০ লাখের বেশি। এছাড়া আরো নয় লাখ বেসামরিক স্টাফ রয়েছে।প্রেসিডেন্ট পুতিনের ডিক্রি এমন এক সময়ে আসলো যখন রাশিয়ায় সামরিক বাহিনীতে জনবল বাড়ানোর জন্য দেশজুড়ে নিয়োগ প্রক্রিয়া চলছে। সূত্র: বিবিসি বংালা।

কাতারের পর পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়ালো সৌদি আরবও

পাকিস্তানের অর্থনৈতিক সংকট কাটাতে দেশটিতে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পাকিস্তানে বিনিয়োগের আদেশ জারি করেছেন। পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির কাছে ফোন করে বিষয়টি জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানও। এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন বিলওয়াল নিজেই।এর আগে, গত বুধবার পাকিস্তানের বিভিন্ন খাতে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার স্থানীয় গণমাধ্যমের দাবি, কাতারের কাছে দুটি এলএনজি-চালিত বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি নিউইয়র্কের রুজভেল্ট হোটেল ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ৫১ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে ইসলামাবাদ। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সরকারি মালিকানাধীন তালিকাভুক্ত কোম্পানিগুলোতে কাতারকে ১০ শতাংশ অংশীদারত্বের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেমনটি সংযুক্ত আরব আমিরাতকে দেওয়া হয়েছিল।পাকিস্তানে কয়েক মাস ধরেই অর্থনৈতিক অস্থিরতা চলছে। দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৮০ কোটি ডলারের নিচে নেমে গেছে, যা দিয়ে মাত্র মাস খানেকের আমদানি খরচ মেটানো সম্ভব। সূত্র: জাগো নিউজ

আবারও জন্মহারে সবচেয়ে পিছিয়ে দক্ষিণ কোরিয়া
আবারও জন্মহারে সবচেয়ে পিছিয়ে পড়া দেশের তালিকায় এক নম্বরে উঠেছে দক্ষিণ কোরিয়ার নাম।
দেশটিতে একজন নারীর বিপরীতে সন্তান জন্মের হার মাত্র ০ দশমিক ৮১ শতাংশ। বুধবার জন্মহারের এ সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। দক্ষিণ কোরিয়ায় ২০১৮ সালে প্রথম একজন নারীর বিপরীতে শিশু জন্মের হার এক এর নিচে নেমে যায়। তারপর থেকে তা শুধু কমছেই। গত বছরের চেয়ে এ বছর আরো তিন পয়েন্ট কমে গেছে। সূত্র: বিডি নিউজ

 

চলতি বছর করোনায় ১০ লাখ লোকের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, ভ্যাকসিন নেয়ার পরও চলতি বছর ২০২২ সালে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১০ লাখ মানুষ মারা গেছে। কোভিড প্রতিরোধের জন্য সমস্ত সরঞ্জাম থাকা সত্ত্বেও এই মৃত্যুকে একটি ‘দুঃখজনক মাইলফলক’ বলে অভিহিত করেছে। ২০১৯ সালের শেষের দিকে চীনে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৬৪ লাখ ৫০ হাজার লোকের মৃত্যু হয়েছে।তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসিস বিশ্ব এ পর্যন্ত সত্যিই মহামারির শীর্ষে ছিল কি-না এ নিয়ে প্রশ্ন তুলেছেন। সূত্র: চ্যানেল আই অনলাইন