বঁটি দিয়ে স্বামীকে কুপিয়ে হত্যা: স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড
বগুড়ায় বঁটি দিয়ে স্বামীকে কুপিয়ে হত্যায় স্ত্রী খাদিজা বেগমের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই রায় দেন।
সাজাপ্রাপ্ত খাদিজা বেগম (৪৩) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোচপুকুর গ্রামের হাফিজার রহমানের মেয়ে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন গণমাধ্যমকে এইসব তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী আব্দুল মতিন জানান, খাদিজা বেগম সৌদি আরবে কর্মরত ছিলেন। সেখান থেকে ফিরে এসে স্বামীর সাথে সংসার করাবস্থায় ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের মেঝেতে থাকা বঁটি দিয়ে শহিদুল ইসলামকে আঘাত করেন।
পরে বাড়ির লোকজন শহিদুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে ওই দিন রাত সোয়া ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে শহিদুল ইসলামের মা সাইজান বিবি লোকজনের সহযোগিতায় খাদিজাকে পুলিশে সোপর্দ করে নিজেই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানান আইনজীবী আব্দুল মতিন।
সারাদিন/২৮ আগস্ট/এমবি