আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

অস্থির ডলার কবে হবে সুস্থির
বিশ্বমন্দার আশঙ্কায় জ্বালানি তেলসহ নানা ধরনের পণ্যমূল্য কমেছে। তারপরও বিশ্ববাজারে ডলার প্রায় আগের মতোই তেজি।

চলতি আগস্ট মাসে আমদানির জন্য ঋণপত্র খোলা কমেছে, বেড়েছে রপ্তানি, প্রবাসী আয় আসাও বেড়েছে। এতে দেশের বাজারে ডলারের চাহিদা কিছুটা কমেছে। তারপরও বাংলাদেশ ব্যাংকের নির্ধারণ করা ৯৫ টাকায় কোথাও ডলার পাওয়া যাচ্ছে না। চাহিদা ও জোগানে এখনো বড় ধরনের অসামঞ্জস্য রয়ে গেছে।বাংলাদেশ ব্যাংক এখনো টাকার মান ধরে রাখায় ডলারের আন্তব্যাংক লেনদেন পুরোপুরি বন্ধ। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে যে ডলার বিক্রি করছে, তার ৯৫ শতাংশই ব্যয় হচ্ছে সরকারি কেনাকাটায়। ফলে বেসরকারি খাতের আমদানির জন্য ব্যাংকগুলোকে বেশি দামে ডলার কিনেই পরিশোধ করতে হচ্ছে।বিশ্বমন্দার আশঙ্কায় কিছুটা কমেছে জ্বালানি তেলসহ নানা ধরনের পণ্যমূল্য। তারপরও বিশ্ববাজারে ডলার প্রায় আগের মতোই তেজি। ডলার হচ্ছে এ মুহূর্তে সবচেয়ে আস্থাশীল মুদ্রা। এর বিপরীতে মূল্যমান হারাচ্ছে বেশির ভাগ গুরুত্বপূর্ণ মুদ্রা। রাশিয়ার রুবল, ব্রাজিলের রিয়েল এবং সৌদি রিয়াল ছাড়া বিশ্বের প্রায় সব মুদ্রাই ডলারের বিপরীতে গড়ে মান হারিয়েছে ১০ শতাংশ হারে। এ অবস্থায় দেশের মধ্যেই মার্কিন ডলারের দাম যেভাবে বেড়েছে, তা কোথায় গিয়ে থামবে, এটাই এখন বড় আলোচনার বিষয়। সূত্র: প্রথম আলো

আদানির বিদ্যুৎ আসছে সেপ্টেম্বরের শেষে

বাংলাদেশে রপ্তানির জন্য ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের নির্মাণ করা বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট আগামী মাসের শেষ দিকে পরীক্ষামূলক উৎপাদন শুরু করছে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে গ্রিড লাইন যুক্ত করে সম্প্রতি বাংলাদেশ থেকে সঞ্চালন লাইনে বিদ্যুৎ দিয়ে পরীক্ষার কাজ শেষ হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের শেষ দিকে পরীক্ষামূলকভাবে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে।দুটি সাবস্টেশনের নির্মাণকাজ শেষ হলে আরো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে আগামী অক্টোবরে। এরপর ডিসেম্বরের মধ্যে আদানির দুটি ইউনিট থেকে মোট এক হাজার ৪৯৫ মেগাওয়াট বিদ্যুৎ দেশে আসার কথা।বিদ্যুৎ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আদানির এই বিদ্যুৎ দেশে এলে চলমান সংকট অনেকটাই কমে যাবে। তখন ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হবে। সূত্র: কালের কণ্ঠ

সংসদে প্রধানমন্ত্রী
দুর্ভিক্ষের হাত থেকে মানুষকে মুক্ত করতে পেরেছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কোনো আমলেই দেশের কোথাও মঙ্গা দেখা দেয়নি। আমরা দুর্ভিক্ষের হাত থেকে মানুষকে মুক্ত করতে পেরেছি।রোববার বিকেলে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যে অঞ্চলগুলো মঙ্গাপীড়িত ছিল, গাইবান্ধা তার মধ্যে একটি। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে- আমরা যখন ১৯৯৬ থেকে ২০০১ ক্ষমতায় ছিলাম, তখনও সেখানে মঙ্গা হয়নি। আমরা মঙ্গা দূর করতে সক্ষম হয়েছিলাম। এরপর ২০০৯ থেকে এই পর্যন্ত কখনও মঙ্গা দেখা দেয়নি। দুর্ভিক্ষের হাত থেকে আমরা মানুষকে মুক্ত করতে পেরেছি। ওই এলাকার উন্নয়নে যথেষ্ট কাজ আমরা করেছি। নদীভাঙন রোধে ব্যাপক পদক্ষেপও আমরা নিচ্ছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি। তবে সেখানে আরও উন্নয়ন দরকার।গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া। তিনি ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালের চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৯ সালে তিনি আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সূত্র: সমকাল

Nagad

সেপ্টেম্বর থেকে দখল-পালটা দখলের হুমকি
সংঘাতের পথেই রাজনীতি
খেলা হবে আগামী নির্বাচনে, খেলা হবে রাজপথে-ওবায়দুল কাদের * রাজপথ দখলের প্রস্তুতি নিন, লড়াই শুরু হয়েছে-মির্জা ফখরুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি। নির্বাচনকালীন সরকার, ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) গুরুত্বপূর্ণ ইস্যুতে অনেকটা বিপরীত মেরুতে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সংকট নিরসনে প্রয়োজন দুই দলের আলোচনা বা সংলাপ। কিন্তু আপাতত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। উলটো নির্বাচন যত ঘনিয়ে আসছে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়ছে। দুই দলের কেন্দ্রীয় নেতারা ব্যস্ত বাগ্যুদ্ধে। সেপ্টেম্বর থেকে রাজপথ দখল-পালটা দখলের হুঁশিয়ারি দিচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে আগামীতে রাজনীতি সংঘাতের পথেই যাচ্ছে বলে মনে করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আগস্ট মাসে বিএনপি কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগের নেতারা বলেছেন, শোকের মাস শেষে সেপ্টেম্বর থেকে তারা মাঠে থাকবেন। তখন অন্য কাউকে মাঠে খুঁজে পাওয়া যাবে না। তবে এ মাসেই প্রধানমন্ত্রী বলেছেন বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না। এ মাসে দলের বিভিন্ন কর্মসূচিতে বিএনপি নেতারা বলেছেন, তারা মাঠে নেমেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। এদিকে কেন্দ্রীয়ভাবে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার সিদ্ধান্ত না থাকলেও প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে বাধা, এমনকি হামলার ঘটনা ঘটছে। এর পেছনে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতি রয়েছে বলে মনে করছেন অনেকে। তাদের মতে, নির্বাচন ঘনিয়ে আসায় দলীয় মনোনয়ন ও আধিপত্য ধরে রাখতে স্থানীয় নেতারাই বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে। এমনকি আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিলকে সামনে রেখেও অনেকে নিজেদের উপস্থিতি জানান দিতে এসব ঘটনা ঘটাতে পারেন। সূত্র: যুগান্তর

অনুসন্ধানে বাপেক্স পেয়েছে ১ হাজার কোটি, আমদানিতে ৮৫ হাজার কোটি টাকা

পেট্রোবাংলার সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য সূত্রে পাওয়া তথ্য বলছে, গত চার অর্থবছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ব্যয় হয়েছে ৮৫ হাজার কোটি টাকারও বেশি। যদিও জাতীয় গ্রিডে সরবরাহকৃত গ্যাসের ৭৫ শতাংশ আসছে দেশীয় উৎস থেকে। এ সময়ে স্থানীয় গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের পরিমাণ যৎসামান্যই। রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্সকে একই সময়ে কূপ খনন ও জরিপে দেয়া অর্থের পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি নয়। গ্যাস অনুসন্ধান কার্যক্রম স্থবির রেখে এলএনজি আমদানিবাবদ বিপুল অর্থের সংস্থান করতে গিয়ে অর্থ সংকটে পড়েছে পেট্রোবাংলা। অন্যদিকে অনুসন্ধান ও উত্তোলনে মনোযোগী না হওয়ায় স্থানীয় গ্যাসের মজুদ প্রায় শেষের পথে।পেট্রোবাংলার আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে রিগ্যাসিফিকেশন চার্জসহ পেট্রোবাংলার এলএনজি আমদানি বাবদ ব্যয় হয় ১১ হাজার ৮১২ কোটি ৫২ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে দেশে মোট ৬৬টি কার্গো আমদানি করে পেট্রোবাংলা। এসব এলএনজিবাহী কার্গো আমদানি করতে সংস্থাটিকে গুনতে হয় ১৭ হাজার ৫০২ কোটি ৬২ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে দীর্ঘমেয়াদি ৭২টি কার্গো আমদানির বিপরীতে পেট্রোবাংলার খরচ হয় সাড়ে ১৭ হাজার কোটি টাকারও বেশি। আর ২০২১-২২ অর্থবছরে জ্বালানি পণ্যটি আমদানিতে পেট্রোবাংলার প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৬০ কোটি টাকা। সংস্থাটির চেয়ারম্যান নাজমুল আহসান বণিক বার্তাকে বলেন, জাতীয় গ্রিডে গ্যাস উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববাজারে উচ্চমূল্যের এলএনজি আমদানি বন্ধ রাখা হয়েছে। এর বিপরীতে দেশীয় উৎপাদন বাড়িয়ে কীভাবে গ্যাস সরবরাহ বাড়ানো যায়, তার চেষ্টা চলছে। সূত্র: বণিক বার্তা।

ডিজেলের কর কমল, এখন দাম কমার অপেক্ষা
পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ, বিশেষ করে সীমিত আয়ের মানুষ জেরবার। তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে দুটি গুরুত্বপূর্ণ নিত্যপণ্য ডিজেল ও চাল আমদানিতে ১০ শতাংশ পর্যন্ত শুল্ক কমিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আজ রোববার এ-সংক্রান্ত দুটি পৃথক নির্দেশনা জারি করেছে।আমদানি শুল্ক হ্রাসের পর ডিজেলের আমদানি শুল্ক ২২.৭৫ নেমে এসেছে। আর চালের আমদানি শুল্ক নেমে এসেছে ১৫.২৫ শতাংশে। সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। এই মূল্যবৃদ্ধির ফলে ইতিমধ্যে মূল্যস্ফীতির হার আরও বেড়ে গেছে। এর জেরে মানুষ পড়েছে চরম দুর্ভোগে। মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে ডিজেলের আমদানিতে সরকার প্রায় এক-তৃতীয়াংশ কর কমিয়েছে, পুরো জ্বালানি তেলের মধ্যে যার ব্যবহার প্রায় ৭৩ শতাংশ।কর হ্রাসের ফলে ডিজেলনির্ভর পরিবহন, সেচসহ অন্যান্য সেবায় ব্যয় কমার সুযোগ তৈরি হয়েছে। তবে ডিজেলের দাম বাড়ায় ইতিমধ্যেই যেসব সেবা ও পণ্যের দাম বেড়েছে, তা কতটুকু কমবে কিংবা কমলেও তা আমদানি ব্যয় হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে কমবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।তবে পেট্রোল, অকটেনের মতো অন্যান্য জ্বালানি তেলের আমদানি কর কমানো হয়নি। সে কারণে পেট্রোল ও অকটেনচালিত গাড়ি কর হ্রাসের সুবিধা পাবে না। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিসিবি পরিচালক আকরাম খানের গৃহকর্মীর লাশ উদ্ধার

ঢাকার মহাখালী ডিওএইচএসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সাহিদা আক্তার নামের ২৫ বছর বয়সী ওই তরুণীর বাড়ি চট্টগ্রামে। ১৪ বছর ধরে তিনি আকরাম খানের বাসায় কাজ করছিলেন। কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, রোববার রাত ১১টার দিকে ডিওএইচএস তিন নম্বর রোডের দুটি ভবনের মাঝে নিচে পড়েছিল সাহিদার নিথর দেহ।খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, “ছয়তলা ভবনের পাঁচ ও ছয়তলা ডুপ্লেক্স বাসায় থাকেন আকরাম খান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে মারা যান সাহিদা। মরদেহ বাসার পেছনে পাওয়া যায়। পেছনেও আরেকটি ভবন আছে। অর্থাৎ, দুই ভবনের মাঝে পড়েছিল মরদেহ। সূত্র: বিডি নিউজ

আমদানি শুল্ক কমায়, চালের দাম কমতে পারে ৩-৪ টাকা
দাম নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে বাজারে চালের দাম কেজিতে ৩-৪ টাকা কমতে পারে বলে মনে করছেন চাল ব্যবসায়ীরা।
তারা বলেন, চাল আমদানিতে নতুন করে ১০ শতাংশ শুল্ক কমানো হয়েছে। একই সঙ্গে ডলারের দামও কিছুটা কমেছে। ফলে ব্যবসায়ীরা এখন চাল আমদানিতে আগ্রহ দেখাবেন। পাশাপাশি সরকার সেপ্টেম্বর মাস থেকে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি চালুর ঘোষণাও দিয়েছে। সব কিছু মিলিয়ে কয়েক দিনের মধ্যে চালের দাম কমে যাবে। প্রসঙ্গত, রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন বলা হয়েছে, চাল আমদানিতে এখন রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক ৫ শতাংশ, আগাম আয়কর ৫ শতাংশ ও অগ্রিম কর ৫ শতাংশসহ মোট ১৫ দশমিক ২৫ শতাংশ শুল্ক কর দিতে হবে। আর এই আদেশ আটোমেটেড চাল ছাড়া সব ধরনের চাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। একই সঙ্গে আমদানির আগে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার অনুমোদন নিতে হবে। এর আগে চালে শুল্ক-কর মিলিয়ে ২৫ দশমিক ৭৫ শতাংশ কর প্রযোজ্য ছিল। কমিয়ে ১৫ দশমিক ২৫ শতাংশ করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।বাবুবাজারের পাইকারি চাল ব্যবসায়ী রশিদ রাইস এজেন্সির মালিক মো. আব্দুল রশিদ বাংলানিউজকে বলেন, আজ সরকার চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়েছে। ডলারের দামও কমছে কিছুটা। ফলে কয়েকদিনের মধ্যে চাল আমদানি বেড়ে যাবে। এতে বাজারেও প্রভাব পড়বে। আশা করছি কয়েকদিনের মধ্যে চালের দাম কেজিতে ৩-৪ টাকা কমে যাবে। সূত্র: বাংলানিউজ

বান্দরবানে সীমান্ত গ্রামে মিয়ানমারের মর্টার শেল, প্রতিবাদ জানাবে বাংলাদেশ

রবিবার দুপুর আড়াইটার দিকে বান্দরবান জেলার নাইক্ষংছড়ির তমব্রু উত্তর পাড়ার কাছে মিয়ানমার থেকে ছোঁড়া দুটি মর্টার শেল এসে পড়ে বলে স্থানীয় প্রশাসন জানায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। নাইক্ষংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বিবিসি বাংলাকে বলেছেন, ”দুপুর আড়াইটার দিকে উত্তর পাড়ার কাছাকাছি, সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে আধা কিলোমিটার ভেতরে মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছি।”
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, গত কয়েকদিন ধরেই ওই সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলি চলছে। এর আগেও কয়েকটি মর্টার শেল সীমান্তের কাছাকাছি পড়েছে। তবে এবার এই দুটি শেল বাংলাদেশের ভেতরে লোকালয়ে পড়লো। সূত্র: বিবিসি বাংলা।

নির্বাচন ঘিরে ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি-জাতীয় পার্টি!

# আন্দোলন সফল হলে প্রয়োজনে জিএম কাদেরের নেতৃত্বে সরকার গঠন করবে বিএনপি
# কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে সবাইকেই সহযাত্রী হিসেবে চায় বিএনপি
# জাতীয় পার্টি অধিকাংশ সময়ই ক্ষমতার বলয়ের সুবিধাভোগী
# কৌশলগত কারণে জিএম কাদেরকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবনা দিতে পারে বিএনপি

নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন দাবি করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সরকার পতনের আন্দোলন বেগবান করতে তারা চাইছে ঐক্য, যার নেতৃত্ব দিচ্ছে বিএনপি। সেই পথে জাতীয় পার্টিকেও পাশে চায় দলটি। বৃহত্তর ঐক্য ও আন্দোলন সফল হলে সহযোগী সব দল নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অধিকাংশ মিত্র রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক সংলাপও সম্পন্ন করেছে বিএনপি। বিএনপির এ বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় এখন তীক্ষ্ণ দৃষ্টি জাতীয় পার্টিতে। বিএনপির একটি সূত্র বলছে, আওয়ামী লীগ সরকার বর্তমানে দেশ-বিদেশে নানান চাপে রয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ এসব ইস্যুতে জনসাধারণের মধ্যে ক্ষোভ বাড়ছে। আওয়ামী লীগের সংকট আরও প্রকট হলে জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারে। আর সেই ৎ পরিস্থিতি কাজে লাগিয়ে বিএনপি তার রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় এককভাবে যাওয়ার কথা ভাবছে না। যে কারণে নামসর্বস্ব ওয়ান ম্যান পার্টি খ্যাত রাজনৈতিক দলের নেতাদেরও সরকারের অংশ করার প্রতিশ্রুতি দিচ্ছে। সাংগঠনিক সক্ষমতা ও আসনভিত্তিক সক্ষমতা অনুযায়ী আন্দোলন সহযোগী রাজনৈতিক দলগুলোর মূল্যায়ন করার কথা বলা হয়েছে সংলাপে। সেক্ষেত্রে প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি নিয়ে চিন্তা-ভাবনা চলছে বিএনপিতে।