মাদক মামলায় বাবা-মা-ছেলের কারাদণ্ড

পিরোজপুর সংবাদদাতাপিরোজপুর সংবাদদাতা
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক মামলায় বাবা-মা ও ছেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো: মোতালেব মাতুব্বর(৫৯), তার স্ত্রী মোসা: খাদিজা বেগম(৫৩) ও মো: আমিনুল মাতুব্বর(২৯)। রায়ে মোতালেব মাতুব্বরকে তিন বছর, খাদিজা ও আমিনুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২০১৮ সালের ০৯ আগস্ট মাদক বিক্রির সময় মোসা: খাদিজা বেগম ও মো: আমিনুল মাতুব্বরকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের তল্লাশি করে খাদিজা বেগমের কাছ থেকে ৫৩ পিস এবং আমিনুল মাতুব্বরের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওইদিন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো: দেলোয়ার হোসাইন জসিম বাদী হয়ে মামলা করেন। এই ঘটনায় একই বছরের ৩০ সেপ্টেম্বর ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো: জলিল হাওলাদার আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান তিনি।

এপিপি জহুরুল ইসলাম আরও জানান, আদালতে আট সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দুই আসামিকে পাঁচ বছর করে এবং একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।

Nagad

সারাদিন/২৯ আগস্ট/এমবি