‘জয় বাংলা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

শোকাবহ আগস্টের নিয়মিত প্রকাশনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকাবহ আগস্টে বাংলাদেশ ছাত্রলীগের বিশেষ সংখ্যা ‘জয় বাংলা’ শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন। বইটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া, বইটির উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে রয়েছেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সম্পাদনা করেছেন সহ-সভাপতি মাহমুদুল হাসান, প্রকাশক হিসেবে ছিলেন প্রচার সম্পাদক শফিকুল আলম রেজা, প্রকাশনা সহযোগী হিসেবে ছিলেন ইন্দ্রনীল দেব শর্মা রনি,শেখ স্বাধীন শাহেদ,ইমরান জোমাদ্দার,তুহিন রেজা,আহমেদ মুনীর তাঈফ,নাজির আহমেদ,সজীব নাথ,মিরাজুল ইসলাম খান শিমুল।

প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন উপ-প্রচার সম্পাদক রায়হান রনি