ইউএস ওপেন: দ্বিতীয় ম্যাচে জয় পেলেন সেরেনা
যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ভোরে দ্বিতীয় বাছাই সিড আনেট কন্তাভেতকে ৭-৬ (৪), ২-৬, ৬-২ গেমে হারান সেরেনা।
জয়ের পর উচ্ছ্বসিত তারকা সেরেনা বলেন, প্রতিটি ম্যাচকেই তিনি এখন বোনাস হিসেবে দেখছেন।
নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে রেকর্ড ২৯ হাজার ৯৫৯ দর্শকের সামনে প্রায় আড়াই ঘণ্টার উত্তেজনাপূর্ণ, রুদ্ধশ্বাস ও নাটকীয় লড়াইয়ের পর জয়ের দেখা পান সেরেনা। এ দিন তার সেরা সময়ের কিছু ঝলক তিনি দেখান।
এক সময়ের অবিসংবাদিত সেরা, ৩১৯ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সেরেনা এই টুর্নামেন্ট শুরু করেছেন অবাছাই হিসেবে। র্যাঙ্কিংয়ের প্রথম ৬০০ জনের মধ্যেও তার জায়গা হয়নি। সবশেষ তিন ইভেন্টে তিনি বাদ পড়েছেন প্রথম রাউন্ডেই। বয়সও এই মাসেই পূর্ণ হবে ৪১।
সারাদিন/০১ সেপ্টেম্বর/এমবি