কণ্ঠশিল্পী আসিফকে ই-পাসপোর্ট দিতে হাইকোর্টের রুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

সংগৃহীত

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে ই-পাসপোর্ট কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো: আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, টাকা) রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আসিফ আকবরের পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ হায়দার এবং আইনজীবী এম আনিসুজ্জামান।

এর আগে গত ২৩ আগস্ট পাসপোর্ট অফিসে আবেদন করে না পাওয়ার পর পাসপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। রিটে স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সাত জনকে বিবাদী করা হয়।

২০২১ সালের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্ট চেয়ে আবেদন করেছিলেন আসিফ আকবর। কিন্তু তাকে এখনও কোনো পাসপোর্ট সরবরাহ করা হয়নি। তাই রিট করেছেন তিনি।

Nagad

সারাদিন/০১ সেপ্টেম্বর/এমবি