নাজিব রাজাকের স্ত্রীর ৩০ বছরের কারাদণ্ড
দুর্নীতির তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুরকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেকটি মামলায় রোসমাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) মালয়েশিয়ান হাইকোর্টের একজন বিচারপতি দেশটির সাবেক ফার্স্ট লেডিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।
তিনটি ঘুষের অভিযোগে, কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ জাইনি মাজলান কারাদণ্ডের পাশাপাশি রোসমাহকে ৯৭০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করেন। যা মালয়েশিয়ার ইতিহাসে একটি রেকর্ড পরিমাণ। তবে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি জামিনে মুক্ত থাকবেন।
উল্লেখ্য, ২০১৮ সালে নাজিবের আশ্চর্যজনক নির্বাচনে পরাজয়ের পর থেকে এই দম্পতি একাধিক দুর্নীতি তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। গত ২৩ আগস্ট মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল, ওয়ানএমডিবি কেলেঙ্কারি মামলায় ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল নাজিব রাজাককে, মঙ্গলবার সেই সাজা বহাল রাখেন আদালত।
সারাদিন/০১ সেপ্টেম্বর/এমবি