আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২

মধ্যরাতে কড়া পুলিশি পাহারায় যুবদল কর্মী শাওনের লাশ দাফন

মধ্যরাতে কড়া পুলিশি পাহারায় নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের জানাজা ও লাশ দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটায় তাঁর লাশ দাফন করা হয়। হস্তান্তরের পৌনে এক ঘণ্টার মধ্যে তড়িঘড়ি করে শাওনের লাশ দাফন করা হয়। ত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে বিপুলসংখ্যক পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের উপস্থিতিতে নিহত শাওনের বড় ভাই মিলন প্রধান ও মামা মোতাহার হোসেনের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। পরে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের পাহারায় শাওনের লাশ বাড়িতে নেওয়া হয়।এর আগে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে চিকিৎসকেরা শাওনের লাশের ময়নাতদন্ত করেন। ময়নাতদন্তের সঙ্গে যুক্ত চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। মধ্যরাতে কড়া পুলিশি পাহারায় যুবদল কর্মী শাওনের লাশ দাফন
এ বিষয়ে শাওনের চাচা ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলী প্রথম আলোকে বলেন, রাত সোয়া একটায় নবীনগর শাহওয়াল উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে শাওনের লাশ নবীনগর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বলেন, জানাজায় তিনিসহ শাওনের আত্মীয়স্বজন এবং এলাকার প্রায় তিন থেকে চার শ লোক অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় স্বজনদের সঙ্গে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র: প্রথম আলো

বছরে ৩৬ হাজার কোটি টাকার ইলিশ উৎপন্ন হচ্ছে

এখন ইলিশের মৌসুম। বিক্রেতাদের হাঁকডাকে সরগরম চাঁদপুরের বড়স্টেশন বাজার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইলিশের পাইকারি এই বাজারে ক্রেতার ভিড় বাড়তে থাকে। এখানকার ইলিশের বড় জোগান দক্ষিণের সাগর।তার সঙ্গে মিলছে চাঁদপুরের পদ্মা ও মেঘনার ইলিশ। পুরো উপকূলীয় অঞ্চলেই এখন ইলিশ পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ছে সাগরে। গত মাসে শুরু হওয়া ইলিশের এই মৌসুম শেষ হবে ডিসেম্বরে।গত অর্থবছরে দেশে ইলিশ উৎপন্ন হয়েছে প্রায় ছয় লাখ টন। এ বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা এখনো ঠিক হয়নি। ভোক্তা পর্যায়ে এখন প্রতি কেজি ইলিশের বাজারমূল্য গড়ে ৬০০ টাকা ধরলে ছয় লাখ টন ইলিশের বাজারমূল্য দাঁড়ায় ৩৬ হাজার কোটি টাকা। শুধু ইলিশ ধরার পেশায় নিয়োজিত আছেন প্রায় পাঁচ লাখ জেলে। পরিবহন, বাজারজাত মিলে ধরলে আরো কয়েক লাখ মানুষ এর সঙ্গে যুক্ত।
সূত্র: কালের কণ্ঠ

পাঁচ পয়সার প্রভাব নেই বাসের ভাড়ায়
সরকার নির্ধারিত ভাড়া মেনে চলার সুখ্যাতি আছে ‘ঢাকা নগর পরিবহন’-এর বাসের। জিগাতলা থেকে চিটাগং রোড পর্যন্ত এ বাসের ভাড়া ছিল ৫০ টাকা। এখনও তাই আছে। ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমায় সরকার বাস ভাড়া কিলোমিটারে ৫ পয়সা কমিয়েছে। কিন্তু সড়কে এর প্রভাব নেই। জ্বালানির দাম কমায় বাস মালিকদের সাশ্রয় হলেও যাত্রীদের খরচ ১ পয়সাও কমেনি। তবে লঞ্চে ভাড়া কমেছে কিলোমিটারে ১৫ পয়সা। ঢাকা নগর পরিবহনের টিকিট বিক্রেতা খোরশেদ আলম জানান, মাসের শুরুতে ডিজেলের দাম বৃদ্ধির আগে ভাড়া ছিল ৪০ টাকা। বেড়ে হয় ৫০ টাকা। জিগাতলা থেকে চিটাগং রোডের দূরত্ব ২০ কিলোমিটার। ৫ পয়সা করে ভাড়া কমেছে ১ টাকা। ৪৯ টাকা ভাড়া রাখলে তো ভাংতিই পাওয়া যাবে না। যাত্রীও দিতে পারবে না। সূত্র: সমকাল

প্রধানমন্ত্রীর ভারত সফর
বৈশ্বিক সংকট মোকাবিলায় সহযোগিতা অগ্রাধিকার

Nagad

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে চলমান বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় ঢাকা ও দিলি­র মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়টি অগ্রাধিকার পাবে। দিল্লির কূটনীতিকরা এমন উচ্চাশা ব্যক্ত করে বলেছেন, মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটকালে শেখ হাসিনার এবারের সফর সময়োপযোগী। সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াবে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফর করবেন। সফরকালে তিনি ভারতের প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তার বাইরে দুই নেতা একান্তেও কথা বলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ভারতের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।এ ছাড়া আজমীর শরিফে গিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) মাজার জিয়ারত করবেন। সফরকালে বাংলাদেশ ও ভারত বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সমঝোতা স্মারক সই করবে।
জানতে চাইলে বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বীনা সিক্রি বৃহস্পতিবার টেলিফোনে যুগান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সম্পর্কে খুবই উচ্চ প্রত্যাশা রয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে চমৎকার বোঝাপড়া আছে। ফলে সফরটি খুবই ইতিবাচক ফল নিয়ে আসবে। বিশেষ করে ভয়াবহ কোভিডের পর সফর হওয়ায় অর্থনীতি পুনরুদ্ধারে পরস্পরে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা সম্ভব হবে। বিশ্বের সব দেশ এখন কঠিন সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এ সময়ে এই সফর অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক।’ সূত্র: যুগান্তর

স্থানীয় ব্যাংকের ঋণ না পেয়ে, বিদেশি ঋণে ব্যবসা ঘুরে দাঁড় করাতে চায় সাদ মুসা গ্রুপ

১৯৮০-এর দশকে আমদানি-রপ্তানির মাধ্যমে ব্যবসা শুরু। কিন্তু চট্টগ্রামভিত্তিক সাদ মুসা গ্রুপ সাফল্যের দেখা পায় ১৯৯০-এর দশকে টেক্সটাইল ব্যবসা শুরুর পর। সময়ের সাথে সাথে টেক্সটাইলের বিভিন্ন উপখাতে দৃঢ়ভাবে ব্যবসা সম্প্রসারণের মধ্য দিয়ে এই অগ্রযাত্রা অব্যাহত থাকে। ২০১০ সাল পর্যন্ত তাদের ব্যবসা ঠিকঠাকই চলছিল—কিন্তু এ সময়ে তারা একটি নতুন প্রকল্পে আগ্রাসী বিনিয়োগ করে ফেলে। কিন্তু এর বাস্তবায়ন বাধাগ্রস্ত হয় ইউটিলিটি সংযোগ না পাওয়ার কারণে। এই খারাপ সময় পাড়ি দিয়ে ব্যবসায় বৈচিত্র্য আনয়নের মাধ্যমে প্রবৃদ্ধির ধারায় ফিরতে বিপুল বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে শিল্প গোষ্ঠীটি। চলমান টেক্সটাইল ব্যবসার পাশাপাশি ইস্পাত, সিমেন্ট, কৃষি, অবকাশ কেন্দ্র ও আবাসনের মতো খাতেও নতুন করে বিনিয়োগের কথা ভাবছে।গ্রুপটি প্রায় ৩৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়েছে, যার সিংহভাগ অর্থায়ন আসবে বিদেশি ঋণের মাধ্যমে। স্থাপন করছে সুলতানা হাবিবা ফ্যাব্রিক্স মিল, যাতে থাকবে আটটি ইউনিট। এ কারখানায় কটন ইয়ার্ন স্পিনিং, ব্লেন্ডেড ইয়ার্ন স্পিনিং, ওয়েভিং, সার্কুলার নিটিং, আরএমজি ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং, হোম টেক্সটাইল ডাইং এবং ইয়ার্ন ডাইং- এর কার্যক্রম চলবে বলে জানান কোম্পানিটির কর্মকর্তারা।এই মিলটি সম্প্রসারণ ছাড়াও সাদ মুসা ডেনিম এবং সাদ মুসা টেরি টাওয়েলস মিলে আরও ৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে গ্রুপটি।সাদ মুসা গ্রুপের টেক্সটাইল খাতে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানসহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। তারপরও, সুলতানা হাবিবা ফ্যাব্রিক্স মিলের মতো আরেকটি বড় কারখানা স্থাপন করছে, তৈরি পোশাক ও গৃহস্থালি টেক্সটাইলের ক্রমবর্ধমান চাহিদা পূরণে। আগামী বছরে নতুন কারখানায় উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
জ্বালানি সংকট

দীর্ঘদিন পর কয়লা উত্তোলনের পরিকল্পনা করছে সরকার
দেশের পাঁচটি কয়লা খনির মধ্যে উত্তোলন হচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে। খনিটিতে উত্তোলন কার্যক্রম শুরু হয় ২০০৫ সালে। অনেক আগে আবিষ্কার হলেও অন্য চারটি খনি থেকে উত্তোলন নিয়ে জোরালো কোনো উদ্যোগ দেখা যায়নি এতদিন। চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যয় সাশ্রয়ের পথ খুঁজতে এখন খনিগুলো থেকে কয়লা উত্তোলন শুরুর পরিকল্পনা করছে সরকার। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের দীঘিপাড়া খনি থেকে কয়লা উত্তোলনের তোড়জোড় শুরু করেছে পেট্রোবাংলা।এরই মধ্যে পরামর্শক প্রতিষ্ঠান দিয়ে দীঘিপাড়া খনিতে কয়লার প্রকৃত মজুদ, উত্তোলন খরচ, সম্ভাব্য পদ্ধতি নিরূপণসহ প্রাথমিক কিছু কাজ শেষ হয়েছে। সরকারের উচ্চপর্যায়ে এ-সংক্রান্ত প্রস্তাব চূড়ান্তভাবে গৃহীত হলে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কয়লা আমদানির ওপর নির্ভরতা কমবে বলে প্রত্যাশা করছেন জ্বালানি বিভাগ-সংশ্লিষ্টরা।পেট্রোবাংলা সূত্রে জানা গিয়েছে, জার্মানিভিত্তিক মিবরাগ কনসাল্টিং ইন্টারন্যাশনাল, নেদারল্যান্ডসভিত্তিক ফুগরো এবং অস্ট্রেলিয়ার রাঞ্জ পিনকক মিনারকোর যৌথ কনসোর্টিয়াম দীঘিপাড়া কয়লা খনির পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। কনসোর্টিয়াম দীঘিপাড়া কয়লা খনি থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুপারিশ করেছে। কনসোর্টিয়ামের এ-সংক্রান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দীঘিপাড়া কয়লা খনিতে সম্ভাব্য মজুদের পরিমাণ ৭০ দশমিক ৬ কোটি টন। বছরে ৩০ লাখ টন হিসাবে ৩০ বছরে খনিটি থেকে নয় কোটি টন কয়লা উত্তোলন করা যাবে। এ কয়লা উত্তোলন করতে ব্যয় হবে প্রতি টনে ১৬০ ডলার। সূত্র: বণিক বার্তা।

উচ্চ রক্তচাপ: বাংলাদেশে শহরের মানুষরা কেন বেশি ভুগছেন
বাংলাদেশের শহুরে জনগোষ্ঠীর মধ্যে প্রায় প্রতি চারজনের একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। আর ১৪ শতাংশ মানুষ ভবিষ্যতে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন তাদের এক গবেষণার এসব তথ্য বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রকাশ করে। নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ ও রংপুর সিটি কর্পোরেশন এলাকার প্রায় ৫০ হাজার মানুষের উচ্চ রক্তচাপ ও স্থূলতা নির্ণয় ও ঝুঁকি যাচাই করা হয় এই গবেষণায়। সেভ দ্য চিলড্রেন এজন্যে গবেষণার অংশ হিসেবে ছোট ছোট বুথ তৈরি করে সেখানে আসা মানুষদের উচ্চ রক্তচাপ ও ঝুঁকি পরিমাপ করেছিল।এতে দেখা যায় যে, শহরের বাসিন্দাদের মধ্যে ২৩% মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে উচ্চ রক্তচাপে ভোগার হার তুলনামূলকভাবে বেশি। সূত্র: বিবিসি বাংলা।

সংঘর্ষ থামছেই না
নারায়ণগঞ্জ রণক্ষেত্র একজন নিহত, ১৪ স্কুলছাত্রীসহ আহত দেড় শতাধিক নেত্রকোনা সিরাজগঞ্জ রূপগঞ্জে হামলা, কুমিল্লা বগুড়ায় ৫৪১ জন আসামি

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে গতকাল সারা দেশে বিভিন্ন স্থানে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। বিএনপি কর্মীদের ইটপাটকেল নিক্ষেপের বিপরীতে শত শত রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপসহ গুলি ছুড়েছে পুলিশ। পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে শাওন নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। শাওন ফতুল্লার এনায়েতনগরের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা বলে নিশ্চিত করেছে জেলা বিএনপি। এ ঘটনায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান সুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ সময় একটি বালিকা বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পুলিশের নিক্ষিপ্ত টিয়ার শেলে অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া এ সংঘর্ষে ১৪ পুলিশ, সাংবাদিক, পথচারীসহ দেড় শতাধিক বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। টানা কয়েক ঘণ্টার এ সংঘর্ষে সাড়ে ৪ ঘণ্টার বেশি সময় অচল হয়ে পড়ে নারায়ণগঞ্জ শহর। রাস্তাঘাট শূন্য হয়ে পড়ার পাশাপাশি মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। নিহত যুবদল নেতা শাওনের জন্য আজ সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়া আগামীকাল সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে দলটি। সূত্র: বিডি প্রতিদিন।

যেভাবে চড়তে হবে ঢাকার মেট্রোরেলে
উত্তরার উত্তর স্টেশন হবে মেট্রোরেলের প্রারম্ভিক স্টেশন। তিনতলা স্টেশন ভবনের উপরের তলার প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চড়বেন যাত্রীরা। |ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছে যাত্রীদের দ্বিতীয় তলার কনকোর্স হলে উঠতে হবে এস্কেলেটর বা সিঁড়ি দিয়ে।
ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছে যাত্রীদের দ্বিতীয় তলার কনকোর্স হলে উঠতে হবে এস্কেলেটর বা সিঁড়ি দিয়ে। |বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য স্টেশনে লিফটের ব্যবস্থাও রয়েছে।বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য স্টেশনে লিফটের ব্যবস্থাও রয়েছে। | দৃষ্টিনন্দন স্থাপত্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলা হচ্ছে যাত্রী ব্যবস্থাপনার কাজ। টিকেট ছাড়া কেউ প্ল্যাটফর্মে যেতে পারবেন না। দৃষ্টিনন্দন স্থাপত্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলা হচ্ছে যাত্রী ব্যবস্থাপনার কাজ। টিকেট ছাড়া কেউ প্ল্যাটফর্মে যেতে পারবেন না। সূত্র: বিডি নিউজ

বেড়েছে মুরগি-লবণের দাম, কমেছে ডালের

সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে মুরগি, লবণ ও গুড়া দুধের দাম। অন্যদিকে কমেছে ইন্ডিয়ান মুসুরের ডালের দাম। এছাড়া বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।বাজারে আগের দমে বিক্রি হচ্ছে সবজি। শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে সিমের কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে সিমের কেজি ছিল ২৪০ টাকা, করলা ৮০ টাকা, চাল কুমড়া পিস ৫০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৭০ টাকা, পেঁপের কেজি ৪০ টাকা, বটবটির কেজি ‌৮০ টাকা, ধুনধুলের কেজি ৫০ টাকা। সূত্র: বাংলানিউজ

কাঁচামরিচ এখন ৪০ টাকা কেজি, চড়া সবজির বাজার

অস্বাভাবিকভাবে দাম বেড়েছিল কাঁচামরিচের। যেভাবে দাম বেড়েছে সেভাবেই আবার কমেছে। রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম নেমেছে অর্ধেকের নিচে। এতে বিভিন্ন বাজারে এক কেজি কাঁচামরিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।মরিচের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে সবজির দাম। সেই সঙ্গে ডিম ও মুরগির দামও অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি মাছের দামেও তেমন পরিবর্তন আসেনি। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ব্যবসায়ী এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচামরিচ ১৫ টাকায় বিক্রি করছেন। আর এক কেজি কাঁচামরিচ বিক্রি করছেন ৪০-৫০ টাকা।অথচ এক সপ্তাহ আগে এই কাঁচামরিচের পোয়া ছিল ২৫-৩০ টাকা। আর কেজি ছিল ১০০-১১০ টাকা। তার আগে কাঁচামরিচের কেজি ২০০ টাকায় উঠেছিল। সূত্র: জাগো নিউজ