আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২

ট্রাম্প ও তাঁর সমর্থকেরা গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উগ্র সমর্থকেরা আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকি। খবর এএফপির। গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ইনডিপেনডেন্স হলে দেওয়া ভাষণে এ কথা বলেন বাইডেন। দুই শতাব্দীর বেশি সময় আগে এই ফিলাডেলফিয়াতেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র সই হয়। গৃহীত হয় যুক্তরাষ্ট্রের সংবিধান। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই মাস আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর উগ্র সমর্থকদের তীব্রভাবে আক্রমণ করলেন বাইডেন। তিনি তাঁদের আমেরিকান গণতন্ত্রের শত্রু হিসেবে অভিহিত করেছেন।বাইডেন বজ্রকণ্ঠে বলেন, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা) আদর্শের সমর্থক রিপাবলিকানরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করেন, যা আমেরিকা প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে।বাইডেন বলেন, দুই বছর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যাঁরা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, তিনি তাঁদের সবার নিন্দামন্দ করছেন না। সব রিপাবলিকান, এমনকি সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান মাগা রিপাবলিকান নন। সূত্র: প্রথম আলো

উইঘুরদের অধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ আছে

চীনের শিনচিয়াং প্রদেশের উইঘুরসহ সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতন বন্ধে বিশ্বের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে গত বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই বার্তা দেওয়া হয়। প্রতিবেদনটি ‘পশ্চিমাদের পরিকল্পিত ও তৈরি করা’ মন্তব্য করে সেটি প্রত্যাখ্যান করেছে বেইজিং।
kalerkanthoসুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক মানবাধিকার হাইকমিশনার মিশেল বাশেলেতের কার্যালয়ের এই প্রতিবেদনে বলা হয়, ‘উইঘুর ও অন্যান্য প্রধান মুসলিম জনগোষ্ঠীর মানুষের অযৌক্তিক ও বৈষম্যমূলক বন্দিদশার ভয়াবহতা আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে, বিশেষত মানবতাবিরোধী অপরাধ বলেও গণ্য হতে পারে।
’ প্রতিবেদনে দাবি করা হয়, জোর করে আরোপকৃত পরিকল্পনানীতির মাধ্যমে উইঘুরদের সন্তান জন্মদানের অধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য ইঙ্গিত রয়েছে।প্রতিবেদনে আরো বলা হয়, শিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশ্বকে অবশ্যই ‘জরুরি দৃষ্টি’ দিতে হবে। সূত্র: কালের কণ্ঠ

ইউক্রেন সংকট
জাপোরোঝিয়া পারমাণবিক কেন্দ্রে জাতিসংঘ পরিদর্শক দল

ইউক্রেনের দক্ষিণ-পূর্বের জাপোরোঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দল। অঞ্চলটিতে গোলা হামলা, লড়াই চলার মধ্যেই জাতিসংঘের এই বিশেষজ্ঞ দল সেখানে গেলেন।বিদ্যুৎকেন্দ্রটি কী অবস্থায় আছে, কলকব্জা ঠিকমতো কাজ করছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং তাদের কল্যাণের দিকটিও দেখাশোনা করবেন তারা। খবর বিবিসি, সিএনএন ও আলজাজিরার। ইএইএ কয়েক মাস ধরে জাপোরোঝিয়ায় যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। শেষ পর্যন্ত গত সোমবার জাতিসংঘের এই দলটি রওনা দেন এবং বৃহস্পতিবার তাদের গাড়িবহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে পৌঁছেছে। ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনীর দখলে আছে। যদিও কেন্দ্রটির কাজ পরিচালনা করছে ইউক্রেনের কর্মীরা। বিদ্যুৎকেন্দ্রটি ঘিরে ইউক্রেন ও রুশ যোদ্ধাদের তুমুল লড়াই চলছে।জাপোরোঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ফের গোলাবর্ষণের ঘটনায় অপারেশনাল চুল্লির একটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর এনারগোটমের।এদিকে ইউক্রেনে তীব্র সামরিক সদস্য সংকটে ভুগছে রাশিয়া। এমনই ধারণা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।দুই মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনে কীভাবে নিজেদের সামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা যায় তার উপায় খুঁজছে রাশিয়া। সূত্র: সমকাল

Nagad

ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী রুশ তেল ফার্ম প্রধানের রহস্যজনক মৃত্যু

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের শুরু থেকেই বিরোধী ছিলেন রুশ ধনকুবের রাভিল ম্যাগানোভের। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য বার বার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলেন। দফায় দফায় চিঠিও দিয়েছিলেন। মস্কোর সেই লুকোয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল ম্যাগানোভের রহস্যজনক মৃত্যু হলো বৃহস্পতিবার। রাশিয়ার একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে মস্কোর লুকোয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল ম্যাগানভ মারা গেছেন বলে খবরে বলা হয়েছে। ৬৭ বছর বয়সি ম্যাগানভ মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।বৃহস্পতিবার স্থানীয় রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাসপাতালের জানালা থেকে পড়ে গুরুতর আহত হলে তার মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, হাসপাতালের ষষ্ঠ তলার জানালা থেকে পড়ে যান ম্যাগানভ। কোম্পানির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লুকোয়েল ব্যবস্থাপনার মধ্যে এই বিশ্বাসও আছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এর পক্ষে কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি। ম্যাগানভের সঙ্গে ভালো পরিচিতি থাকা দুই ব্যক্তি বলেছেন, তিনি আত্মহত্যা করতে পারেন না।মস্কোর পুলিশ ঘটনা তদন্ত করবে কিনা রয়টার্স এমন প্রশ্ন করলে তারা রুশ তদন্ত কর্তৃপক্ষের কাছে প্রশ্ন স্থানান্তর করেন। তবে রাশিয়ার কেন্দ্রীয় এই কমিটি তাৎক্ষণিকভাবে প্রশ্নের জবাব দেয়নি।রাভিল ম্যাগানভ দুই বছর আগে লুকোয়েলের বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেন। তিনি ১৯৯৩ সালে বেসরকারি তেল কোম্পানিতে কাজ শুরু করেন। সূত্র: যুগান্তর

‘হাসপাতালের জানালা থেকে পড়ে’ রাশিয়ার তেল সংস্থার প্রধানের মৃত্যু

রাশিয়ার বৃহৎ তেল উৎপাদনকারী সংস্থা লুকোয়েল-এর চেয়ারম্যান রাভিল ম্যাগানভ মস্কোর একটি হাসপাতালের জানালা থেকে পড়ে মারা গেছেন। রুশ গণমাধ্যমগুলোর সংবাদ অনুসারে তিনি মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই দুর্ঘটনায় আঘাত পাওয়ায় পর তার মৃত্যু হয়।লুকোয়েল ম্যাগানভের মৃত্যুর খবর নিশ্চিত করলেও বিবৃতিতে জানিয়েছে যে ৬৭ বছর বয়সী এই ব্যবসায়ী গুরুতর অসুস্থ ছিলেন এবং এরই পরিপ্রেক্ষিতে মৃত্যুবরণ করেন।ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাভিল ম্যাগানভ রাশিয়ার সর্বশেষ হাই-প্রোফাইল নির্বাহী কর্মকর্তা যার রহস্যজনক মৃত্যু হলো।তদন্তকারী কর্মকর্তাদের বক্তব্য ম্যাগানভের মৃত্যুরহস্য উদঘাটনে তারা ঘটনাস্থলে কাজ করছে। রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে বৃহস্পতিবার সকালে ষষ্ঠ ফ্লোরের একটি জানালা থেকে তিনি নিচে পড়ে যান। ম্যাগানভ আত্মহত্যা করেছে বলেও প্রচার করে তাস। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনাকে হত্যাচেষ্টা

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে হত্যা চেষ্টায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির বাইরে সমর্থকদের অভিবাদনের জবাব দেয়ার সময় এ ঘটনা ঘটে। এরই মধ্যে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর বিবিসি। ফুটেজে দেখা যায়, সামান্য দূরত্বে ক্রিস্টিনার মাথার দিকে বন্দুক তাক করে ছিলেন ওই ব্যক্তি। পরিস্থিতি বুঝে ক্রিস্টিনা মাথা নিচু করলেও কিন্তু ওই ব্যক্তি কোনো গুলি ছোড়েননি। আরেকটি ভিডিওতে দেখা যায়, জড়ো হওয়া লোকজন বন্দুকধারী ব্যক্তির কাছ থেকে ক্রিস্টিনাকে দূরে সরানোর চেষ্টা করছেন। পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের বাড়ির কাছ থেকে সশস্ত্র এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলের কয়েক মিটার দূর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। বিবিসির জানায়, দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন ক্রিস্টিনা। সে সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন তিনি। ওই মামলার বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট। বন্দুক তাক করার ঘটনাকে ‘গুপ্তহত্যার চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়েছেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্জিও মাসা। তিনি এক টুইটে বলেন, যখন ঘৃণা ও সহিংসতা তর্ক-বিতর্ককে ছাপিয়ে যায়, তখন সমাজ ধ্বংস হয় এবং গুপ্তহত্যাচেষ্টার মতো ঘটনার আবির্ভাব হয়। সূত্র: বণিক বার্তা।

মধ্যপ্রাচ্য: ব্রিটিশ শাসনের শেষ দিনগুলিতে যেসব গোপন লেনদেন হয়েছিল

মধ্যপ্রাচ্যে ব্রিটেনের সাম্রাজ্যের অবসান ঘটেছিল বেশ কিছু গোপন লেনদেনের মাধ্যমে। বিবিসি আরবী এবং বিবিসি ফার্সি বিভাগের যৌথভাবে তৈরি এক তথ্যচিত্রে এসব গোপন লেনদেনের কথা প্রথমবারের মতো জানা যাচ্ছে। ‘সিক্রেটস অ্যান্ড ডিলস: হাও ব্রিটেন লেফট দ্য গাল্ফ’ টিভি ডকুমেন্টারিতে ব্রিটেন কীভাবে উপসাগরের বিরোধপূর্ণ কিছু দ্বীপের নিয়ন্ত্রণ ইরানের হাতে ছেড়ে দিয়েছিল সেই বিবরণ প্রকাশিত হয়েছে। পাশাপাশি, ব্রিটেনের সংগঠিত একটি অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শীর বিবরণও রয়েছে এই তথ্যচিত্রে।উনিশশো সাতষট্টি এবং আটষট্টি সালের শীতকালটি ছিল ব্রিটিশ অর্থনীতির জন্য এক সঙ্কটময় সময়।
অনেক আরব নেতা নিশ্চিত ছিলেন যে ১৯৬৭ সালের জুন মাসে ‘ছ’দিনের যুদ্ধ’ নামে পরিচিত লড়াইয়ে ব্রিটেন গোপনে ইসরায়েলকে তার আরব প্রতিবেশীদের বিরুদ্ধে জয়লাভ করতে সাহায্য করেছিল। সূত্র: বিবিসি বাংলা।

জাতিসংঘের প্রতিবেদন উইঘুর নিয়ে
জিনজিয়াংয়ে মানবতাবিরোধী অপরাধ হয়েছে

চীনে উদ্বেগজনকভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর মারাত্মক মানসিক এবং শারীরিক অত্যাচার হয়েছে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল জাতিসংঘ। বুধবার প্রায় মধ্যরাতে অবসরগ্রহণের ঠিক ১৩ মিনিট আগে জাতিসংঘের মানবাধিকার কমিটির হাইকমিশনার মিশেল ব্যালেট এই রিপোর্ট প্রকাশ করেন। যা ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমলে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। মিশেল ব্যালেটের কথায়, ‘আমি ভেবেছিলাম আমার মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই এই রিপোর্ট প্রকাশ্যে আনব। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি চীনে বিপজ্জনক পরিস্থিতিতে চলে গেছে। স্থানীয় এবং উচ্চস্তরে এই নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে।’ তিনি জানিয়েছেন জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর মারাত্মক অত্যাচার হয়েছে। যা সম্পূর্ণরূপে মানবতার পরিপন্থী। উল্লেখ্য, চীনে উইঘুর মুসলিম জাতির মানুষের ওপর অত্যাচারের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে। প্রায় ১০ লাখ উইঘুর মুসলিমকে আটক করা হয়েছে বলে রিপোর্টে প্রকাশ হয়েছে। একে পশ্চিমা দেশগুলোর ‘সাজানো প্রহসন’ আখ্যা দেওয়া চীন প্রতিবেদনটি প্রকাশ না করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছিল। সূত্র: বিডি প্রতিদিন।

ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি। তারা মার্কিন গণতন্ত্রের শত্রু।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের উজ্জীবিতি করতেই বাইডেন ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের গণতন্ত্রের জন্য হুমকি। ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার কথা উল্লেখ করে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই। কখনোই হবে না। গর্ভপাত ও সমকামিতার বিরুদ্ধে থাকা কট্টরপন্থী ট্রাম্প সমর্থকদের সমালোচনা করে তিনি বলেন, তারা দেশকে পিছিয়ে নিতে চায়। সূত্র: বাংলানিউজ

বেতন নেই সাত মাস, বিষপানে আত্মহত্যার চেষ্টা সাত শ্রমিকের

বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন একটি বেসরকারি কোম্পানির সাত শ্রমিক। গত সাত মাস ধরে বেতন না পাওয়ার হতাশায় তারা আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দরে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পুলিশ জানায়, এই সাত শ্রমিক কারখানার মধ্যেই বিষপান করেন। এরপর তাদের উদ্ধার করে সরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত।শ্রমিকরা অভিযোগ করেন, তারা নিয়মিত বেতন পান না। গত সাত মাস ধরে এই অবস্থা চলছে। এর মধ্যে আবার বেতন না দিয়েই কারখানার অন্য একটি শাখায় বদলি করা হয়েছে তাদের।ঘটনা প্রসঙ্গে অনিল নিগম নামে ওই কারখানার এক কর্মী বলেন, গত কয়েক মাস ধরে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। সে কারণেই আমাদের বন্ধুরা বিষ খেয়েছে। সূত্র; জাগো নিউজ