তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
এবার তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি বেইজিং। এই ঘটনায় চীন সতর্ক করে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
শনিবার (০৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র।
তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কে প্রভাব পড়বে। তাছাড়া তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হবে। ওয়াশিংটনকে শিগগিরই পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে চীন।
যুক্তরাষ্ট্র তাইওয়ানে নতুন করে যে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে এর মধ্যে রয়েছে- ৬৬ কোটি ৫০ লাখ ডলারের ‘রাডার ওয়ার্নিং সিস্টেম’। এর মাধ্যমে ধেঁয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা যাবে। এছাড়া আছে ৩৫ কোটি ৫০ লাখ ডলারের ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র, যা যেকোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম।
সারাদিন/০৩ সেপ্টেম্বর/এমবি