চট্টগ্রামে বিয়েতে রাজি না হওয়ায় ছেলের হাতে বাবা খুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের অস্ত্রের আঘাতে বেলাল হোসেন(৬০) নামের এক বাবা নিহত হয়েছেন। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বেলাল হোসেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলের নাম হেলাল(২০)।
জানা গেছে, মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে হেলাল তার বাবার কাছে গিয়ে নিজের পছন্দের একটি মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। পরে এ বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হেলাল ঘরের ভেতর থেকে ধারালো অস্ত্র নিয়ে তার বাবাকে আঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় হেলাল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সারাদিন/০৬ সেপ্টেম্বর/এমবি