দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৮৮

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩৩০ জনে।

উল্লেখিত সময়ে নতুন করে ৩৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৭৭ জনে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩০ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭২১ জন পুরুষ এবং ১০ হাজার ৬০৯ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৪ হাজার ৭৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ ২২৭ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮১টি ল্যাবরেটরিতে ৫ হাজার ২০৭টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Nagad