সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

প্রবীণ রাজনীতিবিদ,জাতীয় সংসদের উপনেতা,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য,বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাজেদা চৌধুরী মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থায় সাজেদা চৌধুরীকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) রাখা হয়েছিল।

সারাদিন/১২ সেপ্টেম্বর/ আর

Nagad