শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত সাজেদা চৌধুরী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

জাতীয় সংসদের উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার আগে মরদেহ ফরিদপুরের নগরকান্দা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। এরপর সর্বস্তরের মানুষ তার মরদেহ ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। ৪টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

শ্রদ্ধা নিবেদনের পর বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের, ঢাকা মহানগর দক্ষিণ, জাসদ কেন্দ্রীয় সংসদ, নাটোর জেলা আওয়ামী লীগ, গণতন্ত্রী পার্টি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, ছাত্রলীগ ঢাবি শাখা, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, রেজাউর রশীদ খান আহ্বায়ক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ, নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগ,জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, আওয়ামী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন, ইসমত কাদির গামা, জাতীয় মহিলা শ্রমিক লীগ, বাংলাদেশ গণআজাদী লীগ, অরুণ রানার নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, তারিক সুজাত ও কবি হানিফ খানের নেতৃত্ব জাতীয় কবিতা পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি, ঢাকা মহানগর উত্তর যুবলীগ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ,বাংলাদেশ যুব মৈত্রী,কে এম খালিদের নেতৃত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, লিয়াকত আলী লাকী বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় পার্টি (জেপি), উপাচার্য ড. শরফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলা আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ যুব মহিলা লীগ,উপ-পুলিশ কমিশনার (রমনা), মহিলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাদুঘর, মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,জাতীয় শ্রমিকলীগ,নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ সাম্যবাদী দল, ঋষিজ শিল্পীগোষ্ঠী, সংগীত ভবন, বাংলাদেশে গার্লস গাইড,বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সাজেদা চৌধুরী।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সাজেদা চৌধুরীর মরদেহ আসার খবর পেয়ে আগে থেকেই সেখানে অপেক্ষা করতে থাকেন শত শত মানুষ। সবাই ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসেন। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি শহীদ মিনার এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে সেটিকে ঘিরে ধরেন মানুষ।

Nagad