আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

ডলার–সংকট
ডলারের দাম তাহলে এখন ১০৬ টাকা ১৫ পয়সা
এই সংকটের মধ্যে ডলারের দাম নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। খরচ বাড়ছে মানুষের।

ডলারের দাম নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার পর ব্যাংকগুলোর দামকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে আন্তব্যাংকে ডলারের বিক্রয়মূল্য ঘোষণা করা হয় ১০৬ টাকা ১৫ পয়সা। এত দিন আন্তব্যাংকে ডলারের ক্রয়-বিক্রয়মূল্য ৯৫ টাকায় আটকে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি ডলারের বিপরীতে টাকার মান আরও কমিয়ে বাজারের দামের কাছাকাছি রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এর ধারাবাহিকতায় গত সোমবার ডলারের দাম ৯৬ টাকা করা হয়েছে। এই দামে গতকাল রিজার্ভ থেকেও ডলার বিক্রয় করা হয়েছে।এদিকে ব্যাংকগুলো নিজেরা ডলারের দাম নির্ধারণের পর কিছু আমদানিকারকের খরচ বেড়ে গেছে। বিশেষ করে যারা সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি করে থাকে। কারণ, সরকারি ব্যাংকগুলোও বেসরকারি ব্যাংকের মতো ডলারের দাম বাড়িয়ে দিয়েছে। তবে সব ব্যাংকই ক্রেডিট কার্ড ও বিদেশে শিক্ষার্থীদের খরচ পাঠাতে ডলারের দাম বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আন্তব্যাংকে ডলারের দামের যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে ডলারের ক্রয়মূল্য ধরা হয়েছে ১০১ টাকা ৬৭ পয়সা ও বিক্রয়মূল্য ১০৬ টাকা ১৫ পয়সা। এত দিন ক্রয় ও বিক্রয়মূল্য দুটোই ৯৫ টাকা ছিল। আবার গতকাল কেন্দ্রীয় ব্যাংক ৯৬ টাকা দামে রিজার্ভ থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করে। সূত্র: প্রথম আলো

কারসাজি ১৫ দিনের, মুনাফা ১৪ কোটি টাকা

শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরোর কারসাজি তদন্তে বেরিয়ে এসেছে ক্রিকেট তারকা সাকিব আল হাসানের কম্পানিসহ ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। সাতটি কম্পানির শেয়ার নিয়ে কারসাজি করে শেয়ারবাজার থেকে বিপুল টাকা তুলে নেয় তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত প্রতিবেদনে সাকিবের কম্পানি মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে কারসাজির অভিযোগ আনা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। সাকিব ওই কম্পানির চেয়ারম্যান।তদন্ত প্রতিবেদনে ওয়ান ব্যাংকের শেয়ারের শীর্ষ ক্রেতাদের মধ্যে সাকিব আল হাসানের নামও আছে। তবে তিনি এই শেয়ার কিনেছেন অন্য একটি ব্রেকারেজ হাউস থেকে। সূত্র: কালের কণ্ঠ

কঠোর গোপনীয়তায় ইসি সভা
বাজার যাচাই না করেই ইভিএম ক্রয় প্রস্তাব
হয়নি যথাযথ সমীক্ষাও * প্রতিটির প্রাথমিক দাম ধরা হয়েছে দুই লাখ ৭৪ হাজার টাকা

বাজার দর যাচাই এবং যথাযথ সমীক্ষা ছাড়াই দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এতে প্রতিটি মেশিনের প্রাথমিক দাম ধরা হয়েছে পৌনে তিন লাখ টাকা। আর প্রকল্পের সার্বিক ব্যয় ধরা হয়েছে ৭৭০০ কোটি টাকার বেশি। এতে মূলত চারটি মূল কম্পোনেন্ট রাখা হয়েছে। সেগুলো হচ্ছে-ইভিএম ক্রয়, সংরক্ষণ, জনবল ও প্রশিক্ষণ। মঙ্গলবার কমিশনের সভায় এ প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে সঠিকভাবে ডিপিপি তৈরি না করায় ওই সভা মুলতবি করা হয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, কঠোর গোপনীয়তার মধ্যে মঙ্গলবার ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনের এ সভা হয়। এতে সিইসি ও তিনজন নির্বাচন কমিশনার অংশ নেন। নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন না। এটি কমিশনের সপ্তম সভা। প্রায় ১ ঘণ্টার সভায় প্রচলন ভেঙে একাধিক যুগ্ম সচিবকে ডাকা হয়নি। এছাড়া ইসির যেসব কর্মকর্তাকে সভায় ডাকা হয়েছে তাদের কার্যপত্র দেওয়া হয়নি। শুধু নির্বাচন কমিশনার ও প্রকল্পসংশ্লিষ্ট কয়েকজনের কাছে ডিপিপির প্রস্তাব সীমাবদ্ধ ছিল। একাধিক যুগ্মসচিব যুগান্তরকে বলেন, তাদের সভায় অংশ নিতে কোনো নোটিশ দেওয়া হয়নি। এ কারণে তারা সভায় অংশ নেওয়া থেকে বিরত ছিলেন। সূত্র: যুগান্তর

Nagad

বিএনপির রূপরেখা চূড়ান্ত

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন আদায়ে যুগপৎ আন্দোলন ও নির্বাচনোত্তর জবাবদিহি রাষ্ট্র-রূপান্তরমূলক কর্মসূচির রূপরেখা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিপ্রেক্ষিতে এ রূপরেখা প্রণয়ন করেছে তারা। নির্বাচনের আগে ও পরের জন্য দুটি পর্বে পরিকল্পনা প্রণয়ন করেছে রাজপথের প্রধান বিরোধী দলটি। শিগগির দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর আগামী মাসের মাঝামাঝি দেশবাসীর সামনে এ রূপরেখা উপস্থাপন করবে বিএনপি। দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, রূপরেখার প্রথম পর্বে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘শর্তের ভিত্তিতে’ আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকারের’ অধীনে নির্বাচনের দাবি আদায়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলার বিষয়ে উল্লেখ থাকছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন গুরুত্বের সঙ্গে থাকছে। আন্দোলনের গতি-প্রকৃতির নিরিখে যুগপৎ, নাকি স্ব-স্ব মঞ্চ থেকে চলবে- তা নির্ধারণ হবে বলেও উল্লেখ থাকবে। সূত্র: সমকাল

ফ্লোরে চিকিৎসা সেবা দেয়া খুবই দুঃখজনক : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের ফ্লোরে চিকিৎসা সেবা দেয়ার বিষয়কে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশের মানুষের জীবন মান উন্নত হয়েছে, গড় আয়ু ও মাথাপিছু আয় বেড়েছে। অথচ সরকারি হাসপাতালে গেলে দেখা যায় এত রোগী ভর্তির জন্য ভির করে যে সেই চাপ সামলাতে হাসপাতালের ফ্লোরেও চিকিৎসা সেবা দিতে হয়। সেবার বিষয়টি ঠিক আছে, কিন্তু ফ্লোরে চিকিৎসা সেবা দেয়াটি খুবই দুঃখজনক বিষয়। এটি আর হতে দেয়া যাবে না। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে দেশের ৫০টি জেলার বিভিন্ন হাসপাতালে ৭৪টি শেখ রাসেল এসসিএএনইউ (বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্র) উদ্বোধন করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যদি পার্শ্ববর্তী দেশ ভারতে ভালো চিকিৎসা দিতে পারে, যদি থাইল্যান্ড চিকিৎসা সেবা দিয়ে বৈদেশিক মুদ্রার রি জার্ভ করতে পারে, তাহলে আমরাও পারবো চিকিৎসা সেবা দিয়ে মানুষের সন্তুষ্টি অর্জন করতে। সূত্র: বণিক বার্তা।

কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের হিড়িক
♦ ব্যয় সংকোচনের মধ্যেও থেমে নেই, খরচ ♦ জোগাচ্ছে দাতা সংস্থা ও আয়োজকরা

‘এশিয়ান সামিট অন এডুকেশন অ্যান্ড স্কিলস’ সম্মেলনে অংশ নিতে ১৯ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন একজন প্রতিমন্ত্রী। সঙ্গে থাকবেন তাঁর একান্ত সচিবও (পিএস)। ২৩ সেপ্টেম্বর সম্মেলন শেষে দেশে ফিরবেন তাঁরা। তাঁদের দুজনের সম্মেলনসংক্রান্ত যাবতীয় খরচ বহন করবে ওই সম্মেলনের আয়োজক সংস্থা। একইভাবে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমর্থনে অনুষ্ঠেয় এক স্টাডি ট্যুরে অংশ নিতে ২৩ অক্টোবর জার্মানি যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিবের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল। এ দলে প্রধানমন্ত্রীর কার্যালয়, ইআরডি ও রোহিঙ্গা সেলের কর্মকর্তাও রয়েছেন। ৩০ অক্টোবর তাঁরা দেশে ফিরবেন। ১১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে বলা হয়- অনুষ্ঠানে অংশগ্রহণকারী নয় কর্মকর্তার যাবতীয় খরচ বহন করবে আয়োজক সংগঠন ‘জার্মান ডেভেলপমেন্ট করপোরেশন’ (জিআইজেড)। এ ছাড়া ৬ থেকে ১২ অক্টোবর ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেনিং’য়ে অংশ নিতে স্থানীয় সরকার বিভাগের একজন যুগ্মসচিবের নেতৃত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের চার কর্মকর্তা ইতালি যাচ্ছেন। এ ভ্রমণের বিষয়ে গতকাল জারি করা আদেশে বলা হয়েছে- ইতালি সফরের যাবতীয় খরচ বহন করবে সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহকারী ‘মেসার্স সরকার কবির আহমেদ’। একই মন্ত্রণালয়ের অন্য এক আদেশে জানানো হয়েছে- ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর আমেরিকায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেনিং’য়ে অংশ নিতে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগের অন্য একজন যুগ্মসচিবের নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। তাঁদের খরচ জোগাবে সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘বাংলা টেক লিমিটেড’। এসব শুধু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বা স্থানীয় সরকার বিভাগ নয়, অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগের চিত্র। এখন সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের খরচ বা ব্যয়ভার বহন করছে বিভিন্ন দাতা সংস্থা বা আয়োজক কর্তৃপক্ষ। সূত্র: বিডি প্রতিদিন।

বাজার থেকে মিনিকেট চাল কি উঠে যাবে?
বাজার থেকে মিনিকেট চাল সরাতে একাধিক মন্ত্রণালয়ের সুপারিশ পেয়ে গেছে ভোক্তা অধিদপ্তর।

শহুরে মানুষের প্রিয় সরু চাল ‘মিনিকেট’কে ‘প্রতারণার ছক’ বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সরকারের সায় নিয়ে এই চাল বাজার থেকে তুলে নিতে মিলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অধিদপ্তর। তা না হলে অভিযান শুরু করবেনে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপণ্যের উৎপাদনকারী, সরবরাহকারী প্রতিষ্ঠান ও সুপার শপের প্রতিনিধিদের সঙ্গে প্যাকেটজাত নিত্যপণ্যের মূল্যের বিষয়ক এক মতবিনিময় সভায় সব কিছু ছাপিয়ে মিনিকেট প্রসঙ্গটিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।একই দিন সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে ‘মিনিকেট’ নামে বাজারে প্রচলিত চালের বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাজার থেকে মিনিকেট চাল সরাতে সরকারের একাধিক মন্ত্রণালয়ের সুপারিশ তারা পেয়ে গেছেন। সূত্র: বিডি নিউজ

ডায়াবেটিস-স্থূলতা-উচ্চ রক্তচাপ
পুষ্টিবিদদের পরামর্শে আগ্রহ বাড়ছে মানুষের

প্রতিনিয়ত বদলে যাচ্ছে মানুষের জীবনাচরণ। পাল্টে যাচ্ছে খাদ্যাভ্যাসও। এতে বাড়ছে নানা ধরনের অসংক্রামক ব্যাধি। যার মধ্যে অন্যতম ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতা। শুধু ওষুধ সেবনে এসব ব্যাধি থেকে মুক্তি মেলে না। এগুলো রোধে প্রয়োজন নিয়ন্ত্রিত জীবনযাপন। ভালো থাকার সবচেয়ে ভালো উপায় সঠিক ডায়েট বা খাদ্যাভ্যাস ও ব্যায়াম। তবে অধিকাংশ মানুষেরই এ বিষয়ে জানাশোনা কম। ফলে সুস্থ থাকার জন্য চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন তারা। এক্ষেত্রে পুষ্টিবিদদের পরামর্শ নিতে বেশি আগ্রহ মানুষের। পুষ্টিবিদরা বলছেন, একটা সময় ছিল যখন পুষ্টিবিদ শুনলেই মানুষ ভাবতেন রান্নাবিষয়ক কেউ হবে হয়তো। তবে সেই অবস্থা ও মানুষের চিন্তাধারার ব্যাপক পরিবর্তন হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা এখন রোগীকে খাদ্যাভ্যাস ও পরিকল্পিত জীবনযাপনের জন্য পরামর্শ নিতে পুষ্টিবিদদের কাছে পাঠাচ্ছেন। চিকিৎসকের পরামর্শ ছাড়াও অনেকে পুষ্টিবিদদের কাছে আসছেন। সরকার প্রত্যেক হাসপাতালে একজন করে পুষ্টিবিদ নিয়োগের নিয়ম করে দেওয়ায় পুষ্টিবিদদের চাহিদাও বাড়ছে। একটা সময় ছিল যখন পুষ্টিবিদ শুনলেই মানুষ ভাবতো রান্নাবিষয়ক কেউ হবে হয়তো। তবে সেই অবস্থা ও মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা এখন রোগীকে খাদ্যাভ্যাস ও পরিকল্পিত জীবনযাপনের জন্য পরামর্শ নিতে পুষ্টিবিদদের কাছে পাঠাচ্ছেন। চিকিৎসকের পরামর্শ ছাড়াও অনেকে পুষ্টিবিদদের কাছে আসছেন। সরকার প্রত্যেক হাসপাতালে একজন করে পুষ্টিবিদ নিয়োগের নিয়ম করে দেওয়ায় পুষ্টিবিদদের চাহিদাও বাড়ছে। তবে তরুণ ও যুবকরা এখন স্বাস্থ্যের প্রতি বেশ যত্নবান। তারা ডায়েট ঠিক রাখার পাশাপাশি ব্যায়ামের দিকেও ঝুঁকছেন। অনেকে ব্যায়ামাগারে যাচ্ছেন। আবার অনেকে নিজ বাড়িতে টুকটাক ব্যায়ামের যন্ত্রপাতি কিনেও কসরত করছেন, যা শারীরিক ও মানসিক উন্নতিতে সহায়ক। সূত্র: জাগো নিউজ

 

রাজা তৃতীয় চার্লস: সিকি শতাব্দি আগে তিন দিনের বাংলাদেশ সফরে এসে যা করেছিলেন তখনকার প্রিন্স অব ওয়েলস

যুক্তরাজ্যসহ ১৪টি দেশের রাজা হিসাবে অভিষিক্ত হয়েছেন রাজা তৃতীয় চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে সত্তর বছর উত্তরাধিকারী থাকার পর তিনি রাজা হিসাবে দায়িত্ব নিলেন। সিকি শতাব্দি আগে একবার বাংলাদেশে এসেছিলেন সেসময়কার প্রিন্স অব ওয়েলস। ওই সফরে তিনি ঢাকার একটি বস্তিতেও গিয়েছিলেন।রাজা চার্লস সেবার রাজকীয় বিমানে চড়ে বাংলাদেশে এসেছিলেন। উনিশশো সাতানব্বই সালের ২৬ থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন।তার এই সফর সম্পর্কে যুক্তরাজ্যের রাজপরিবারের তথ্য সম্বলিত ওয়েবসাইট রয়্যাল ডটকমে উল্লেখ করা হয়েছে, “ফেব্রুয়ারি ২৭: আজ সকালে প্রিন্স অব ওয়েলসকে স্বাগত জানান বাংলাদেশের প্রেসিডেন্ট। এরপর তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।” সূত্র: বিবিসি বাংলা।

‘বহুরূপী’ সাকিব

সমালোচনা যতই থাকুক, বিজ্ঞাপনের বাজারে সাকিব আল হাসানের চাহিদায় ভাটা পড়েনি মোটেও। মডেল হিসেবে নিত্য নতুন সাজে দেখা যাচ্ছে টাইগার অলরাউন্ডারকে। কখনও নবাব, কখনও আবার হকাররূপে পর্দায় হাজির হচ্ছেন টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।চাল ব্যবসায়ী হিসেবেও দেখা গেছে সাকিবকে। এবার স্ট্রিট ফুড বিক্রেতা। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনই একটি ছবি পোস্ট করেছেন। রহস্য না রেখে শিরোনামে জানিয়ে দিয়েছেন, এটিও গ্রামীনফোনের প্রমোশন।ভ্যান থেকে খাবার তৈরি করে ক্রেতার টেবিলের দিকে এগিয়ে যাচ্ছেন সাকিব। ডান হাতে খাবারের প্লেট, আরেক হাতে সসের বোতল। চোখে চশমা আর গায়ে কিচেন অ্যাপ্রন। টোটাল স্ট্রিট ফুড বিক্রেতা! সূত্র: চ্যানেল আই অনলাইন