আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

উত্তপ্ত নাগোরনো–কারাবাখ, নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিরোধপূর্ণ নাগোরনো–কারাবাখ অঞ্চল। এখানে আজারবাইজান ও আর্মেনিয়ার সেনাদের মধ্যে গতকাল মঙ্গলবার তুমুল লড়াই হয়েছে। আর্মেনিয়া জানিয়েছে, লড়াইয়ে তাদের ৪৯ জন সেনা নিহত হয়েছেন। তবে আজারবাইজানের পক্ষ থেকে এখনও হতাহতের সংখ্যা জানানো হয়নি। ২০২০ সালের পর এই অঞ্চলে এটাই সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা, যা ওই অঞ্চলে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি করেছে। তাই দুই পক্ষের কাছে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
নাগোরনো-কারাবাখ আজারবাইজানের ভেতরে অবস্থিত একটি ভূখণ্ড, তবে এখানকার বাসিন্দাদের অধিকাংশই জাতিগতভাবে আর্মেনীয়। আজারবাইজানের অভিযোগ, নাগোরনো-কারাবাখসহ আশপাশের বিশাল আজারবাইজানি ভূখণ্ড দখল করে রেখেছিল আর্মেনিয়া। এই অঞ্চল নিয়ে ১৯৯১ ও ২০২০ সালে রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় দুই দেশ। ২০২০ সালের সেপ্টেম্বরে সীমান্ত সংঘাত থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ে। নিহত হন প্রায় ৬ হাজার ৫০০ মানুষ। ছয় সপ্তাহের লড়াইয়ের পর রাশিয়ার মধ্যস্থতায় চুক্তির মাধ্যমে নিজ ভূখণ্ড উদ্ধার করে আজারবাইজান। তবে চুক্তিতে নাগোরনো-কারাবাখের ‘স্ট্যাটাস’ অনিষ্পন্ন ছিল। মস্কো সেখানে ২ হাজার শান্তিরক্ষী মোতায়েন করে। সূত্র: প্রথম আলো

মায়ের ‘গভীর আবেগের’ উত্তর আয়ারল্যান্ডে রাজা চার্লস
রাজা হিসেবে বেলফাস্টে এটাই চার্লসের প্রথম সফর

রাজা হিসেবে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো উত্তর আয়ারল্যান্ডের মাটিতে পা রাখেন তৃতীয় চার্লস। বেলফাস্ট সিটি বিমানবন্দরে নামে তাঁকে বহনকারী বিমান। এ সময় তৃতীয় চার্লসের সঙ্গে ছিলেন স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা।যে চার দেশ নিয়ে যুক্তরাজ্য, সেগুলোর সব কটিতেই সফর করছেন তৃতীয় চার্লস।উত্তর আয়ারল্যান্ডের হিলসবরো দুর্গে দেশটির আইনসভার নেতাদের সঙ্গে দেখা করেন যুক্তরাজ্যের নতুন রাজা। উত্তর আয়ারল্যান্ডের আইনসভার স্পিকারের কাছ থেকে রানির মৃত্যুসংক্রান্ত শোকবার্তাও গ্রহণ করেন তিনি।হিলসবরোয় শত শত মানুষ রাজাকে অভিবাদন জানায়। পরে বেলফাস্টের সেইন্ট অ্যানি ক্যাথিড্রালে রাজপরিবারের এই যুগলের সঙ্গে যোগ দেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সূত্র: কালের কণ্ঠ

রানিকে শেষ শ্রদ্ধা জানাতে দশ লাখ মানুষের ভিড়
পার্লামেন্টের সামনে ৫ মাইলের লাইন
রানিকে না দেখেই ফিরে যাবেন অধিকাংশ দর্শনার্থী * দু’দিন আগে থেকেই তাঁবুতে ভক্তরা

লন্ডন এখন শোকার্ত শহর। বিদায় নিচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানিকে শেষবারের শ্রদ্ধা জানাতে যেন উপচে পড়ছে সাধারণ মানুষের আকুতি। সোমবার থেকেই দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন রানিকে বিদায় জানাতে। পার্লামেন্টের সামনে ছলছল চোখে জড়ো হচ্ছেন। অস্থায়ী তাঁবু গেড়ে শেষদিন পর্যন্ত থাকার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। ওয়েস্টমিনস্টার ভবনের সামনে এত লোক জড়ো হবেন-এটা ধারণা ছিল না কর্মকর্তাদেরও। প্রাথমিকভাবে তাদের অনুমান ছিল প্রতিদিন ৪০ হাজার মানুষ -আসবেন। সে ধারণা এখন বদলে গেছে। রানিকে দেখতে পর্যায়ক্রমে সারিবদ্ধ হবেন ১০ লাখেরও বেশি মানুষ। সোমবার দেশটির সংস্কৃতি বিষয়কমন্ত্রী মিশেল ডোনেলান টোরি এমপিদের সতর্ক করে দিয়ে বলেছেন, ৫ মাইলেরও দীর্ঘ হতে পারে শেষ দর্শনের লাইন। ধারণা করা হচ্ছে, ওই লাইন পার্লামেন্টে পৌঁছাতে ৩৫ ঘণ্টারও বেশি সময় লাগবে। টাইমস, সান। স্কটিশ রাজধানী এডিনবার্গ থেকে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৫ (বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে) নর্থহোল্ট বিমানঘাঁটিতে পৌঁছায় রানির কফিনবাহী সি-১৭ বিমান। সেখান থেকে রাজকীয় বহরে বাকিংহাম প্যালেসের বো রুমে। আজ এখান থেকেই সর্বসাধারণের দর্শনের জন্য কফিনটি যাবে পার্লামেন্ট হাউজে। ইতোমধ্যে সেখানে তৈরি হয়েছে এক শোকাচ্ছন্ন পরিবেশ। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ১০ লাখেরও বেশি মানুষের জমায়েত হবে ৪ দিনের এই ‘শেষ দেখায়’। আগত মানুষের ঢল বলছে প্রতিদিন সেখানে জড়ো হবেন লক্ষাধিক লোক। কমতি নেই নিরাপত্তারও। জনতার সারি মোকাবিলায় নিয়োজিত রয়েছেন ১০ হাজার পুলিশ ও ১ হাজার ৫০০ সেনা কর্মকর্তা। পাঁচ রাতের জন্য ঘুম বিসর্জনের চিন্তা করছেন রাজপাসাদের নিরাপত্তায় থাকা হোয়াইট হলের কর্মকর্তারা। অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত ২৪ ঘণ্টাই দায়িত্বে নিয়োজিত থাকতে হবে সংশ্লিষ্ট সবাইকে। রানিকে দেখতে ওয়েস্টমিনস্টারে একবারে প্রবেশ করতে পারবেন ২ লাখ ৫০ হাজার মানুষ। ওয়েস্টমিনস্টার কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি ঘণ্টায় ৩ হাজার লোক কফিন- সূত্র: যুগান্তর

Nagad

ব্রিটেনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভকারী গ্রেপ্তার

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মুক্তচিন্তার পক্ষে আন্দোলনকারীরা।স্কটল্যান্ডের পুলিশ গত কয়েক দিনে দু’জনকে গ্রেপ্তার করে। অক্সফোর্ডেও একজনকে গ্রেপ্তার করা হয়। তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এসব গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল রানির মৃত্যুর পরের বিভিন্ন অনুষ্ঠানে এবং রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণার সময়। খবর বিবিসির।গত রোববার এডিনবরার সেন্ট জাইলস ক্যাথেড্রালে যখন রাজাকে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আসীন বলে ঘোষণা করা হচ্ছিল, তখন সেখানে ২২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শান্তি ভঙ্গ করার অভিযোগ আনা হয়। পরে তাঁকে ছেড়ে দিলেও এডিনবরার শেরিফ কোর্টে পরের কোনো এক তারিখে তাঁকে হাজিরা দিতে বলে। ওই একই দিনে অক্সফোর্ডে সাইমন হিল নামে ৪৫ বছরের এক ব্যক্তিকেও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়। সূত্র: সমকাল

যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় মাসে মূল্যস্ফীতি ধীর হওয়ার আশা

টানা ১৮ মাস ধরে বেড়ে চলা মূল্যস্ফীতির মাঝে আজ মঙ্গলবার খানিকটা স্বস্তি পেতে পারেন মার্কিন জনগণ। প্রকাশিত হতে যাওয়া এক সরকারি প্রতিবেদন বলা হচ্ছে, আগস্টে টানা দ্বিতীয় মাসে বছরওয়ারি মূল্যস্ফীতি ধীর হয়েছে। এক্ষেত্রে গ্যাসের দাম কমার বিষয়টি ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এপি।
ফ্যাক্টসেটের জরিপে দেয়া অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুসারে, গত মাসে ভোক্তা পর্যায়ে পণ্যে এক বছর আগের তুলনার মূল্যবৃদ্ধির হার ৮ দশমিক ২ শতাংশ। এর আগে গত জুনে সর্বোচ্চ ৯ দশমিক ১ শতাংশ এবং জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল সাড়ে ৮ শতাংশ। অন্যদিকে আগস্টে ভোক্তা ব্যয় আগের মাসের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ২০২০ সালের মে মাসের পর এবারই প্রথম মাসভিত্তিক মূল্যস্ফীতি কমেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে জুলাই মাসে মূল্যস্ফীতির হার অপরিবর্তিত ছিল। মূল্যস্ফীতির কারণে মুদিখানার বিল, ভাড়া ও অন্যান্য খরচ মেটাতে হিমশিম খাচ্ছে মার্কিন পরিবারগুলো। যদিও শক্তিশালী শ্রমবাজার ও রেকর্ড নিম্ন বেকারত্বের হার অব্যাহত ছিল দেশটিতে। সারা বিশ্বে বেড়ে যায় ডলারের বিনিময় হার। কিন্তু মূল্যস্ফীতি পুরো অর্থনীতিকে বেকায়দায় ফেলে দেয়। সূত্র: বণিক বার্তা।

রপ্তানিকারকরা কাঁচামাল সংকটে

রপ্তানি আয়ের বিপরীতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নেওয়া পূর্বের ঋণ পরিশোধ না হওয়া এবং ডলার সংকটের যুক্তিতে কিছু ব্যাংকের এলসি (ঋণপত্র) খোলার আপত্তি- কাঁচামাল আমদানি ব্যাহত করছে। এতে নির্ধারিত সময়ে চালান পাঠানো সম্ভব হবে না বলে আশঙ্কা করছে রপ্তানিমুখী ব্যবসাগুলি। এমনটাই জানিয়েছেন শিল্প-সংশ্লিষ্টরা। এদিকে টাকার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হতে থাকায় এবং বিশ্ববাজারে কাঁচামালের দাম বাড়তে থাকায় ইডিএফ থেকে ঋণগ্রহণকেও অপর্যাপ্ত বলে মনে করছেন অনেক রপ্তানিকারক। অন্তত এক ডজন উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা এমনটাই জানান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে।
এতে সময়মতো বিদেশি ক্রেতার কাছে পণ্য ডেলিভারি দেওয়া অনিশ্চিত হয়ে পড়ছে বলে তারা উল্লেখ করেন।বৈশ্বিক অর্থনীতির বর্তমান সংকটকালে বিদেশি অনেক ক্রেতা প্রতিষ্ঠানই বাংলাদেশের রপ্তানিকারকদের তাদের অর্ডার করা চালান দেরি করে পাঠানোর অনুরোধ করছে। তারমধ্যে কাঁচামালের আসন্ন সংকট পোশাক শিল্পের জন্য মারাত্মক আঘাত হয়ে উঠবে বলেছেন বাংলাদেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

পাকিস্তানে বন্যা: ধনী দেশগুলো কি কখনো জলবায়ু ক্ষতিপূরণ দেবে?
২০২০ সাল নাগাদ বার্ষিক ১৪৫ বিলিয়ন ডলার তহবিল দানের প্রতিশ্রুতি দিয়েছিল শিল্পোন্নত অর্থনীতিগুলি। কিন্তু, তারা সেটি বাস্তবায়ন করেনি…

পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা জলমগ্ন। ভেসে গেছে ক্ষেতের ফসল। প্রাণহানি হাজার ছাড়িয়েছে অনেক আগেই। বাস্তুচ্যুত প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ। ক্ষয়ক্ষতি, অর্থের অঙ্কে পরিমাপ করলে শত শত কোটি ডলারের; কিন্তু মানবিক দুর্ভোগের মূল্য বিচার করাই দুঃসাধ্য। বন্যার পর ঘনিয়ে আসছে খাদ্যের মহাসংকট। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দুর্ভিক্ষের। আর বৃষ্টিও হয়েই চলেছে। এবারের বর্ষায় আগস্ট মাসে স্বাভাবিক সময়ের তুলনায় ৭০০ শতাংশ বেশি হয়েছে বৃষ্টিপাত। তার ফলে যে বন্যা দেখা দেয়, তাতে আরও বিনাশী শক্তি যোগ করেছে হিমবাহ গলে আসা জলরাশি। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বন্যা পরিস্থিতিকে বহুগুণে মারাত্মক করে তুলেছে জলবায়ু পরিবর্তন। একারণেই পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী- শেরি রহমান আন্তর্জাতিক ত্রাণ সহায়তার পাশাপাশি ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে তাদের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রাতভর সংঘর্ষে নিহত প্রায় ১০০ সেনা

আবারও যুদ্ধে জড়িয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান। গত সোমবার রাতভর সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। নিহতদের ৪৯ জন আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের। এর আগে সংঘর্ষের পর তাৎক্ষণিকভাবে আর্মেনিয়ার অর্ধশত সেনা নিহত হওয়ার কথা জানা যায়। সময় গড়ানোর সাথে সাথে আজারবাইজানের সেনা নিহতের তথ্যও সামনে এল।
জানা গেছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, সোমবার রাতভর ওই যুদ্ধে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছে। অন্যদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই সংঘর্ষে তাদেরও ৫০ জন সৈন্য নিহত হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

বাকিংহাম প্রাসাদের পথে রানির কফিন, লন্ডনে মানুষের ঢল

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানাতে এরই মধ্যে লন্ডনের রাস্তায় ভিড় জমাতে শুরু করেছে মানুষ।স্কটল্যান্ড ছেড়ে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন এবার একটি সামরিক বিমানে চড়ে যাত্রা করেছে লন্ডনের বাকিংহাম প্রসাদের পথে। রানিকে শেষ শ্রদ্ধা জানাতে এরই মধ্যে লন্ডনের রাস্তায় ভিড় জমাতে শুরু করেছে মানুষ।বিবিসি জানায়, মঙ্গলবার রানির কফিন লন্ডনের রাজকীয় বিমান ঘাঁটিতে পৌঁছেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস কফিনটি গ্রহণ করার পর স্থানীয় সময় সন্ধ্যায় এটি প্রাসাদে পৌঁছবে।এরপর বুধবার বাকিংহাম প্রাসাদ থেকে কফিন নিয়ে যাওয়া হবে পার্লমেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনস্টার হলে। সেখানে চারদিন রাখা হবে এই কফিন। সূত্র: বিডি নিউজ

 

যুক্তরাষ্ট্রের দাবি

বিশ্ব রাজনীতি প্রভাবিত করতে ৩০০ মিলিয়ন ডলার খরচ করেছে রাশিয়া

 

বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করতে বিভিন্ন বিদেশি রাজনৈতিক দল ও নির্বাচনী প্রার্থীকে অন্তত ৩০ কোটি মার্কিন ডলার দিয়েছে রাশিয়া। ২০১৪ সালের পর থেকে দুই ডজনেরও বেশি দেশে গোপনে এই অর্থ পাঠিয়েছে তারা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। খবর এএফপির। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস, এটি ন্যূনতম পরিসংখ্যান। রাশিয়া সম্ভবত গোপনে আরও বিপুল অর্থ স্থানান্তর করেছে, যা শনাক্ত করা যায়নি। আমরা মনে করি, এটি হিমশৈলের চূড়া (টিপ অব দ্য আইসবার্গ) মাত্র।শিয়া কোন কোন দেশে রাজনৈতিক প্রভাব বাড়াতে অর্থ পাঠিয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি যুক্তরাষ্ট্র। তবে মার্কিন কর্মকর্তারা এর আগে বসনিয়া ও ইকুয়েডরের মতো দেশগুলোর দিকে আঙুল তুলেছিলেন। সূত্র: জাগো নিউজ