বিআইডব্লিউটিএ’তে নিয়োগ বিজ্ঞপ্তি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এই প্রতিষ্ঠানটিতে ছয়টি ক্যাটাগরির সাতটি শূন্য পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ঊর্ধ্বতন প্রশিক্ষক (ইঞ্জিন), প্রশিক্ষক (ইঞ্জিন), প্রশিক্ষক (ইলেকট্রিক), প্রশিক্ষক (ড্রেজার), কারিগরি সহকারী (ডিজেল), কারিগরি সহকারী (মেরিন)।
শিক্ষাগত যোগ্যতাসহ পদের বিবরণ:
বয়সসীমা: আবেদনকারীদের বয়স ২০২২ সালের ০১ সেপ্টেম্বর উল্লেখিত সীমার মধ্যে থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর এবং বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে ৩০ বছর।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের https://www.jobsbiwta.gov.bd/ এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপদ্ধতিসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে …এখানে ক্লিক করুন।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএর বিলার আইডি নম্বর ৪২২-এ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৩২০ টাকা এবং ২ থেকে ৬ নম্বর পদের জন্য ২১৫ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২০ সেপ্টেম্বর থেকে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।
সারাদিন/১৮ সেপ্টেম্বর/এমবি