জবির ফটকের সামনে বাস-রিকশা সংঘর্ষে নিহত ১

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি বাস ও রিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজন জবির পরিচ্ছন্নতাকর্মী, আরেকজন রিকশা চালক।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) এর ওয়ার্ড মাস্টার মো: সাজ্জাদ মিয়া গণমাধ্যমকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাভার পরিবহনের একটি বাস যাত্রীসহ একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রিকশাচালককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আহত একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী। তার নাম আকাশ দাশ। তার মাথার পেছনের দিকে ৬টি সেলাই দেওয়া হয়েছে এবং পিঠে ও ঘাড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি।

Nagad

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) এর ওয়ার্ড মাস্টার মো: সাজ্জাদ মিয়া জানান, নিহতের নাম পরিচয় জানা যায়নি। তিনি মুন্সিগঞ্জে থাকতেন এবং তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া। বাড়িতে খবর দেয়া হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্রাপুর থানার ডিউটি অফিসার মো: হাসান মিয়া গণমাধ্যমকে জানান, আমরা বাসটি থানায় নিয়ে এসেছি। তবে চালক ও হেল্পার পলিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

সারাদিন/১৮ সেপ্টেম্বর/এমবি