রনির রক্ত পরীক্ষায় কিছু শঙ্কা দেখেছি: সামন্ত লাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালি পুড়ে গেছে। তার চিকিৎসায় ১৩ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত নন। তবে রনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গঠিত মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এই তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, আবু হেনা রনির ও জিল্লুর রহমানের রক্ত পরীক্ষায় কিছু শঙ্কা দেখেছি। তবে তাদেরকে যে অবস্থায় নিয়ে আসা হয়েছিল তার চেয়ে ভালো রয়েছে।

তিনি আরও বলেন, সাধারণত শ্বাসনালি ১৫ শতাংশ দগ্ধ হলেই ঝুঁকিপূর্ণ। কিন্তু রনি ও জিল্লুর রহমানের আরও বেশি দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের(জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান অতিথির হাতে বেশকিছু বেলুন দেওয়া হয়। কিন্তু বার বার চেষ্টার পরও বেলুনগুলো উড়ছিল না। পরে পায়রা উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন করে মূল মঞ্চের দিকে চলে যান।

এরপর বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পেছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্বোধন মঞ্চের পেছনে সবগুলো বেলুনই বিস্ফোরিত হয়। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। এর মধ্যে রনির অবস্থা বেশি খারাপ বলে জানিয়েছিল চিকিৎসকরা। তার শ্বাসনালীর ২৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ বাকিরা হলেন- জিল্লুর রহমান, মোশারফ হোসেন, রুবেল হোসেন ও ইমরান হোসেন।

Nagad

সারাদিন/১৮ সেপ্টেম্বর/এমবি