আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ
আমাদের মেয়েদের জন্য শুভকামনা

আমরা আজ প্রার্থনা করছি বাংলাদেশের ফুটবলার মেয়েদের জয়ের জন্য। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ সোমবার বিকেলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমাদের কন্যারা নামছেন নেপালের বিপক্ষে। আমাদের আন্তরিক প্রার্থনা, অধিনায়ক সাবিনা খাতুনের হাতেই উঠুক সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি। সেমিফাইনালে বাংলাদেশ ভুটানকে হারিয়েছে ৮-০ গোলে। সেমিফাইনালে ওঠার পথে বাংলার মেয়েরা ভারতকে ৩-০, পাকিস্তানকে ৬-০, মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে এসেছেন।২০১৫ সালে প্রথম আলোয় কামরান পারভেজের লেখা ‘ফুটবল রাঙাচ্ছে কলসিন্দুরের মেয়েরা’ প্রতিবেদনটা ছিল আমাদের জন্য বিমুগ্ধ বিস্ময়! গারো পাহাড়ের কোলঘেঁষা ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর গ্রামের রূপকথার গল্প জানতে পারি আমরা।
‘এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ১৮ সদস্যের বাংলাদেশ দলে একসঙ্গে খেলার সুযোগ পায় কলসিন্দুরের ১০ কন্যা—মার্জিয়া আক্তার, সানজিদা আক্তার, নাজমা আক্তার, শিউলি আজিম, মারিয়া মান্দা, মাহমুদা আক্তার, লুপা আক্তার, শামছুন্নাহার, তাসলিমা ও তহুরা আক্তার। সূত্র: প্রথম আলো

সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি-কোস্ট গার্ড

মিয়ানমার সীমান্তে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ডকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সীমান্তে যেখানে জনবল বৃদ্ধি করা প্রয়োজন, সেখানেই বৃদ্ধির নির্দেশনাও দেওয়া হয়েছে।মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও মিয়ানমার থেকে মর্টার শেল বাংলাদেশে পড়ার পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক থেকে ওই নির্দেশনা দেওয়া হয়। ওই বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগসহ সরকারের সব বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা বিজিবি ও কোস্ট গার্ডকে বলে দিয়েছি সীমান্তে সজাগ থাকতে।রিইনফোর্সমেন্ট (জনবল বৃদ্ধি) যতটুকু লাগে, যেখানে যা করা লাগে করবে। ’ তিনি বলেন, ‘সাগর পথে বা অন্য কোনোভাবে কোনো রোহিঙ্গা যাতে এ দেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখতে বলেছি। ’ সূত্র: কালের কণ্ঠ

বাস-শাটল আটকে চবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক ছাত্রলীগের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবরোধ করছেন চবি ছাত্রলীগের ছয় গ্রুপের নেতাকর্মীরা। এ সময় শাটল ও শিক্ষক বাস আটকে রাখেন তারা। এতে বিভিন্ন বিভাগের পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। চবিতে পদবঞ্চিত নেতাদের কমিটিতে অর্ন্তভুক্ত, পদধারী নেতাদের যোগ্যতা অনুযায়ী ক্রমানুসারে পুনঃমূল্যায়ন ও বিবাহিত, চাকরিজীবী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সেপ্টেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৬টা থেকে এই অবরোধ শুরু করেন ছাত্রলীগের ছয় গ্রুপের নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই অবরোধ চলবে বলে জানান তারা।চবি ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় সমকালকে বলেন, ‘অবরোধের অংশ হিসেবে বাস-শাটল বন্ধ রাখা হয়েছে। নানা তাল বাহানায় আমাদের দাবি নিয়ে প্রহসন করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে আমরা এতদিন কর্মসূচি করেছি। কেন্দ্রীয় নেতারা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। তাই আমরা এই অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছি।’ সূত্র: সমকাল

Nagad

মিয়ানমারের উসকানিতে উৎকণ্ঠা

একাধিকবার বাংলাদেশে গোলা নিক্ষেপসহ মিয়ানমারের উসকানিমূলক তৎপরতা বন্ধ হচ্ছে না। সীমান্তের ওপারে অব্যাহত রয়েছে গোলাগুলি। বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। দেশটির এ বেপরোয়া অবস্থানে উৎকণ্ঠা প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা। সূত্র: বিডি প্রতিদিন।

মর্টার শেল আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী

মিয়ানমারের অভ্যন্তরে অব্যাহত গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা বাড়ছে। রোববার সকালেও ঘুমধুম তুমব্রু সীমান্তের ওপারে গোলাবর্ষণের ঘটনা ঘটে। কয়েকটি বড় বিস্ফোরণের শব্দে ঘুমধুম সীমান্ত অঞ্চল বারবার কেঁপে ওঠে। কয়েকদিন ধরে চলা গোলাবর্ষণ ও বিস্ফোরণে ঘুমধুমসহ সীমান্ত এলাকার বাসিন্দাদের দিন কাটছে চরম আতঙ্কে। সীমান্তজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সীমান্তে চলাচল সীমিত করা হয়েছে। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির কারণে ৩০০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে প্রশাসন। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, রোববার ভোরে মিয়ানমারের অভ্যন্তরে কয়েকটি গোলার বিকট শব্দ শোনা গেছে। একই পরিবেশ ছিল শনিবার সকালেও। ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর কোনারপাড়ার বাসিন্দা খালেদা বেগ জানান, তার পাশের বাড়িতে শুক্রবার রাতে একটি মর্টার শেল পড়ে। সেটি বিস্ফোরিত হয়নি। তবে তার বাড়ির কিছু দূরে আরেকটি মর্টার শেল পড়ে বিস্ফোরিত হয়। এর শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। আতঙ্কে পরিবারসহ তিনি তুমব্রুর মাঝেরপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সূত্র: যুগান্তর

বাংলাদেশের বারোমাসি আমের উদ্ভাবন ও তার পেছনের মানুষগুলোর গল্প

বাংলাদেশের বাজারে সাধারণত আম পাওয়া যায় জুলাই মাস পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সুমিষ্ট আম শেষ হয়ে গেলে হয়তো আগস্ট পর্যন্ত আশ্বিনা আমের দেখা মেলে। কিন্তু ভালোমতো খুঁজলে বর্তমানে আমের কয়েকটি জাত সারাবছরই পাওয়া যায়। গ্রীষ্মের আমকে এভাবে বারোমাসি ফলে পরিণত করার পেছনে অবদান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর বিজ্ঞানীদের। তবে, বারি-৪ জাতের আমের উদ্ভাবক নিয়ে বর্তমানে তৈরি হয়েছে বিতর্কও।বাংলাদেশের বাজারে সাধারণত আম পাওয়া যায় জুলাই মাস পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সুমিষ্ট আম শেষ হয়ে গেলে হয়তো আগস্ট পর্যন্ত আশ্বিনা আমের দেখা মেলে।আকৃতিতে বড়সড় হলেও খেতে কিন্তু বেশ টকটক এই আশ্বিনা আম। একদিক থেকে দেখতে গেলে, এ টক স্বাদ দিয়েই আশ্বিনা জানান দেয়, আমের মৌসুম বছরের মতো শেষ হয়ে গেল।
কিন্তু গত কয়েকবছর ধরে সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাজারগুলোতে আমের দেখা মিলছে। আসলে, ভালোমতো খুঁজলে এখন সারাবছর জুড়েই আম পাওয়া যায়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

২০২৪-২৫ অর্থবছর
বিদেশী ঋণ পরিশোধেই সরকারের ব্যয় দাঁড়াবে ৪ বিলিয়ন ডলার

দেশে উন্নয়ন প্রকল্পের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সরকারের বিদেশী ঋণ। বাড়ছে সুদসহ ঋণ পরিশোধের চাপও। ২০১৬-১৭ অর্থবছরে সরকারকে বিদেশী ঋণ পরিশোধ করতে হয়েছিল ১১২ কোটি ডলার। পাঁচ বছর পর বিদেশী ঋণ পরিশোধের এ চাপ দ্বিগুণ হয়েছে। চলতি অর্থবছরে ঋণ পরিশোধে সরকারকে সুদসহ ২৭৭ কোটি ডলার পরিশোধ করতে হবে। আর দুই অর্থবছর পর এর পরিমাণ ৪০২ কোটি বা ৪ বিলিয়ন ডলার ছাড়াবে। বিদেশী ঋণ পরিশোধের এ চিত্র উঠে এসেছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক প্রতিবেদনে। এতে রেমিট্যান্স ও রফতানি আয় থেকে অর্জিত বৈদেশিক মুদ্রায় কীভাবে সরকারের বিদেশী ঋণ পরিশোধ করা হবে, তা তুলে ধরা হয়েছে। তবে বেসরকারি খাতের বিদেশী ঋণ পরিশোধের বিষয়টি এ পরিসংখ্যানে দেখানো হয়নি। একই সঙ্গে এ হিসাবের বাইরে রাখা হয়েছে সরকারি কোম্পানিগুলোর নেয়া বিদেশী ঋণের বিষয়টিও। ইআরডি আয়োজিত ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে গতকাল দুটি প্রতিবেদন তুলে ধরা হয়। ‘ফরেন অ্যাসিস্ট্যান্স ম্যানেজমেন্ট; প্রেজেন্ট সিনারিও’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ অর্থবছর শেষে দেশের সরকারি খাতে বিদেশী ঋণের স্থিতি ৫৬ দশমিক ৬৬ বিলিয়ন বা ৫ হাজার ৬৬৬ কোটি ডলার। যদিও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক ঋণ-সংক্রান্ত প্রতিবেদন ভিন্ন তথ্যই দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের মার্চ শেষে দেশের মোট বিদেশী ঋণের স্থিতি ছিল ৯৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার। এর মধ্যে ৬৮ দশমিক ২৫ বিলিয়ন ডলারই ছিল সরকারি খাতের ঋণ। সরাসরি সরকারের নেয়া বিদেশী ঋণ ছিল ৫৬ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যার পুরোটাই দীর্ঘমেয়াদি। বাকি ১১ দশমিক ৫০ বিলিয়ন ডলার বিদেশী ঋণ নিয়েছে সরকারি কোম্পানিগুলো। মার্চ শেষে দেশের বেসরকারি খাতের নেয়া বিদেশী ঋণের স্থিতি ২৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সূত্র: বণিক বার্তা

নিউইয়র্ক যেতে ২০ সেপ্টেম্বর লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সোমবার রাত ৯টায় স্ট্যানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।ইউএনজিএ’র ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির একই দিনে নিউইয়র্ক সময় রাত ১০:৩০ টায় নিউইয়র্কে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন-সূত্র: চ্যানেল আই অনলাইন।

৯৯৯: নারীর প্রতি সহিংসতার অভিযোগ বাড়ছে কেন

“মেয়ে মানুষ, রাতের বেলায় বাসায় যাওয়ার চিন্তা করেন?” গণ পরিবহনে হঠাৎ বাজে ইঙ্গিত করে এমন কথা শুনে চটেছিলেন সাদিয়া সাকি। কিন্তু সে ঘটনার কোনো প্রতিকার তিনি পাননি। “কথাটা শুনেই তো আমার মাথা গরম হয়ে গেল। আমি আমার ফ্রেন্ডদেরকে ফোন করা শুরু করলাম। তখন বাসটা আমায় দ্রুত নামায়ে দিয়ে চোখের পলকে চলে গেছে।”রোজ সাভার থেকে বসিলার এক বাসায় টিউশনে যেতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রী সাদিয়া। একদিন টিউশন থেকে বেরিয়ে সাভারগামী বাসে এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ২০২১ সালের সেই ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “ততক্ষণে চারদিকে সন্ধ্যা নেমে এসেছে। আমি তখন ঘরে ফেরার সময় গুণছি।”
কিন্তু সাকি তার ঘর, অর্থাৎ ক্যাম্পাসে পৌঁছানোর আগেই ‘বাড়তি ভাড়া’ দাবি করার প্রতিবাদে বাস চালকের সহকারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সূত্র: বিডি নিউজ

 

শেখ হাসিনা: নির্বাচন, গুম ও রানি এলিজাবেথকে নিয়ে বিবিসির সাথে কথা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিবিসির লরা কুয়েন্সবার্গের সাথে সাক্ষাৎকারে রানি দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি বাংলাদেশের আসন্ন নির্বাচন ও গুমের অভিযোগ নিয়েও কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সূত্র: বিবিসি বাংলা।