সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, সাত রোহিঙ্গাসহ আটক ২২

কক্সবাজার সংবাদদাতাকক্সবাজার সংবাদদাতা
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

সংগৃহীত

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাত রোহিঙ্গা ও ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ও পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার বাসস্ট্যান্ডের পেছনে জামাল উদ্দিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ হেফাজতে থাকা মো: জসিম নামে এক ব্যক্তি বলেন, মালয়েশিয়া যেতে এক বন্ধুর মাধ্যমে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার জামালের সাথে যোগাযোগ করেছিলেন। তিনিই নাইট্যংপাড়া এলাকায় যেতে বলেন।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, সাত রোহিঙ্গা ও ১৫ বাংলাদেশি মানবপাচারকারী দালাল চক্রের মাধ্যমে সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়ায় যাচ্ছে -এমন খবরে নাফ নদীবর্তী পৌরসভার নাইট্যং পাড়ার জামালের বাড়িতে অভিযান চালানো হয়।

বাড়িটিতে তল্লাশি চালিয়ে ২২ জনকে আটক করা হয়। এর মধ্যে সাত রোহিঙ্গাকে বিজিবির মাধ্যমে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত দালালদের বিরুদ্ধে মালমার প্রস্তুতি চলছে বলে জানান টেকনাফ থানার ওসি।

সারাদিন/২১ সেপ্টেম্বর/এমবি

Nagad