কমেডিয়ান রাজু শ্রীবাস্তব আর নেই

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব আর নেই। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। এরপর থেকেই হাসপাতালে ছিলেন ৫৮ বছর বয়সী এই কমেডিয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জিমে শরীরচর্চা করার সময়ে তার হার্ট অ্যাটাক হয়। সেই সময়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কখনও কখনও তিনি চিকিৎসায় সাড়া দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা বিফল করে দিয়ে প্রয়াত হলেন রাজু শ্রীবাস্তব।

রাজুর আত্মীয় সেই সময়ে সংবাদমাধ্যমকে জানান, রোজকার মতোই জিমে গিয়েছিলেন তিনি। রোজ যেমন ট্রেমমিলে দৌড়োতেন, এদিনও তেমনই। এদিন তিনি ট্রেডমিলে দৌড়োতে গিয়ে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছিল। এরপরে কখনও পুরোপুরি জ্ঞান ফিরে আসেনি তার।

নিজস্ব ঢঙে কৌতুক পরিবেশন করার কারণে রাজু শ্রীবাস্তব জনপ্রিয় হয়েছিলেন ভারতীয় সাধারণ মানুষের মধ্যে। টেলিভিশনের জনপ্রিয় একটি কমেডি শো থেকে তার যাত্রা শুরু। অভিনয় করেছেন বেশি কিছু সিনেমা এবং ছোটপর্দার অনুষ্ঠানেও। ‘বিগ বস’-এও অংশ নিয়েছিলেন তিনি।

এ সবের বাইরেও ভারতের উত্তর প্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন রাজু শ্রীবাস্তব।

Nagad

সারাদিন/২১ সেপ্টেম্বর/এমবি