রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশের বিশেষ শাখার সদস্য

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

পুলিশ সদস্য শামসুল আলম

রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে এক পুলিশ সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। ওই পুলিশ সদস্য নাম শামসুল আলম (৪০)। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন সদস্য।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সায়েদাবাদ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে দুপুরে সায়দাবাদ বাস টার্মিনালের রেলগেটে বলাকা কাউন্টারের সামনে থেকে শামসুল আলমকে উদ্ধার করা হয়। এ সময় সাথে থাকা আইডি কার্ডের মাধ্যমে জানা যায়, তিনি পুলিশ সদস্য (কনস্টেবল নম্বর ১৪৮১)। বর্তমানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত আছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, শামসুল আলম একটি জরুরি কাজের জন্য খিলগাঁও গিয়েছিলেন। পরে সেখান থেকে বলাকা পরিবহনের একটি গাড়িতে ফেরার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে ফেলে রাখে।

সারাদিন/২১ সেপ্টেম্বর/এমবি

Nagad