আধিপত্য বিস্তার: রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা:নারায়ণগঞ্জ সংবাদদাতা:
প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

সংগৃহীত ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাকিব হাসান (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিহত রাকিব হাসান গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে ও রাকি পাগলনীর নাতী হিসেবে পরিচিত। তিনি গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ কর্মী। রাকিব হাসানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান জানান, রাত ৯টার দিকে গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্রি এলাকায় একদল সন্ত্রাসী ধারাল অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রাকিব হাসানের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিবার ও স্থানীয় লোকজন রাকিব হাসানকে উদ্ধার করে ডিকেএমসি এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এলাকার চাঁদাবাজি, মাদক ব্যবসা, পরিবহনের চাঁদাবাজিসহ বিভিন্ন আধিপত্য বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই রাত ৯টার দিকে দেলোয়ার হোসেনসহ তার বাহিনীর ৮ থেকে ১০ জন মোটরসাইকেলে এসে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটায়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মঈন বলেন, রাকিব হাসান আমার সঙ্গে ছাত্রলীগ কর্মী হিসেবে কাজ করে আসছে। নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় তাকে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

Nagad

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।