ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলা: বিবিসির রিপোর্ট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। অভিযোগ রয়েছে, ট্রাম্প পরিবার ও তার সংস্থা ২০১১ থেকে ২০২১ সালে ‌‘অসংখ্য’ জালিয়াতির কাজ করেছেন।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের দপ্তর বুধবার (২১ সেপ্টেম্বর) এই মামলা করেছে।

বিবিসি ও ফক্স নিউজের খবরে বলা হয়েছে, অসংখ্য প্রতারণা এবং মিথ্যা আর্থিক বিবৃতি উপস্থাপনের অভিযোগে করা মামলায় ডোনাল্ড ট্রাম্প ছাড়াও তার পরিবারের কয়েকজন সদস্য এবং ব্যবসার সহযোগীকে আসামি করা হয়েছে।

ট্রাম্প অর্গানাইজেশন ২০১১-২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের সম্পত্তির বিবরণীতে ‘অসংখ্য প্রতারণা ও মিথ্যা তথ্য প্রদান করেছে।’ তাছাড়া ট্রাম্প অর্গানাইজেশন, ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প এবং তার মেয়ে ইভানকা ট্রাম্পকে আসামী করা হয়েছে।

মামলার ব্যাপারে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমস টুইটে বলেছেন, লোন ও অন্যন্য সুবিধা পেতে ট্রাম্প তার ছেলেমেয়েদের ব্যবহার করে কয়েক বিলিয়ন ডলারের তথ্য গোপন করেছেন।

তিনি আরও লিখেছেন, নিজের জন্য বড় অর্থনৈতিক সুবিধা পেতে ট্রাম্প নিজে মিথ্যা বলেছেন।

Nagad

এদিকে ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ওঠা তথ্য গোপন ও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন। তাছাড়া ট্রাম্প অর্গানাইজেশন বলেছে, এসব অভিযোগ ভিত্তিহীন।