বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস পালিত
চট্টগ্রামের পটিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনে আত্মদানকারী প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯০তম আত্নাহুতি দিবস পালিত হয়েছে। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বরের এই দিনে তিনি শত্রুপক্ষের কাছে নিজেকে ধরা না দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রীতিলতার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বেশ কিছু রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোদ্ধা ছিলেন প্রীতিলতা। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব ভবনে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে ইংরেজ সেনাদের ওপর আক্রমণ চালান তিনি। যদিও সফল অভিযান শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন প্রীতিলতা। এ অবস্থায় ধরা পড়ার আশঙ্কায় সঙ্গে থাকা পটাশিয়াম সায়ানাইড (বিষ) খেয়ে আত্মাহুতি দেন তিনি।
১৯১১ সালে ৫ মে পটিয়ার ধলঘাট ইউনিয়নে প্রীতিলতার জন্ম। তার বাবার নাম জগবন্ধু ওয়াদ্দেদার, মা প্রতিভা দেবী। প্রীতিলতার বাবা চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের প্রধান কেরানী পদে কর্মরত ছিলেন। ছয় ভাই-বোনের মধ্যে প্রীতিলতা ছিলেন দ্বিতীয়।