বিদায়বেলায় অঝোরে কাঁদলেন, কাঁদালেন ফেডেরারের

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

সংগৃহীত

চোখের পানিতে বিদায় টেনিস তারকা রজার ফেডেরারের। পাশে দাঁড়িয়ে চোখের পানি সামলানোর চেষ্টা করছেন পেশাদার টেনিস কেরিয়ারে ফেডেরারের সবথেকে বড় ‘শত্রু’ রাফায়েল নাদালও। ‘ফেডাল’-এর সেই বন্ধুত্ব, আবেগের বিস্ফোরণে কেঁদে ফেলেছে টেনিস দুনিয়াও।

স্থানীয় সময় শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে লেভার কাপে মনে রাখার মতো এক দৃশ্যের অবতারণা করলো পুরো পৃথিবীর টেনিসপ্রেমীরা।

লন্ডনের ও’টি এরিনার মঞ্চ তৈরি ছিল ফেদেরারের জন্য। সুইস টেনিস কিংবদন্তির ২৪ বছরের পেশাদার ক্যারিয়ার যে শেষ হলো এদিন, রাফায়েল নাদালের সাথে দ্বৈত ম্যাচ দিয়ে। সেই নাদাল, যিনি ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্লাম ছাড়িয়ে ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের মালিক এখন।

তবে পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচটা জিতে নিজের সাম্রাজ্যকে বিদায় জানাতে পারেননি ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন ফেদেরার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টিম ওয়ার্ল্ডের ফ্রান্সেস টিয়াফো এবং জ্যাক সকের বিপক্ষে ৪-৬, ৭-৬ (৭/২), ১১-৯ ব্যবধানে হেরে গেছেন ফেদেরার-নাদাল।

ডাবলস ম্যাচ শেষ হওয়ার পর দর্শকদের অভিবাদন জানানোর সময় কেঁদে ফেলেন ‘সুইস সম্রাট’। পেশাদার টেনিস ক্যারিয়ারের সবথেকে বড় ‘শুত্রু’র সেই বিদায় মুহূর্তে চোখের পানি ধরে রাখতে পারেননি নাদালও। চোখের পানি মুছতে দেখা যায় ২২টি গ্র্যান্ডস্ল্যাম তারকাকে।

নাদালের সাথে জীবনের শেষ ম্যাচের পর অঝোরে কাঁদতে-কাঁদতে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ফেডেরার বলেন, “রাফার সাথে একই দলে খেলতে পেরে, সবার সামনে, সব কিংবদন্তিরা..ধন্যবাদ।”

সারাদিন/২৪ সেপ্টেম্বর/এমবি

Nagad