ধর্ম বোনকে ইভটিজিং করে অপহরণের হুমকি, থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২

লালমনিরহাটে ধর্ম বোনকে ইভটিজিং করে প্রকাশ্যে অপহরণের হুমকি দেয়ায় শঙ্কিত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ফেন্সি আক্তার(২২) এক নববধূ।

বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শঙ্কিত নববধূ বাদি হয়ে ইভটিজার নজরুল ইসলামের(৪৪) বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত নজরুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা খালকাটা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

অভিযোগে জানা গেছে, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা খালকাটা নজরুল ইসলাম একই এলাকার দীঘলটারী সংকাচওড়ার গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ফেন্সি আক্তারকে ধর্ম বোন বানায়। সেই সুবাদে তাদের বাড়িতে মাঝে মধ্যে যাতায়ত করত নজরুল ইসলাম। তবে ধর্ম বোনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে স্বপ্ন দেখলেও তা প্রকাশ করেনি লম্পট বিবাহিত নজরুল।

সম্প্রতি সময় ফেন্সি আক্তারকে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। সেখানে সুখেই কাটছিল তার সংসার। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানান আপত্তিকর লেখালেখি করে বিষয়টি ব্যাপক জানা জানি করে। এমনকি ফেন্সির স্বামীকে ফোনে নানান মিথ্যা কথা বলে সংসারে ফাটল ধরানোর চেষ্টা করে। বিষয়টি নিয়ে ফেন্সির পরিবার তাকে একাধিকবার সতর্ক করলেও আচরণের সংশোধন করেননি নজরুল।

ফেন্সি আক্তার বাবার বেড়াতে আসলে বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে পথ রোধ করে নববধূকে কু প্রস্তাব দেয় বখাটে নজরুল। এর প্রতিবাদ করায় নববধূ ফেন্সিকে গালমন্দ করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নববধূর আত্নচিৎকারে স্থানীয়রা এলে তাকে অপহরণের হুমকি দিয়ে ছেড়ে পালিয়ে যায় বখাটে নজরুল।

Nagad

এ ঘটনায় অপহরণের শঙ্কায় বখাটে নজরুলের শাস্তির দাবি করে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নববধূ ফেন্সি আক্তার।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।