ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতরা ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে যাচ্ছিলেন।

রোববার (০২ অক্টোবর) সকালে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপন গোস্বামীর ছেলে সুমন গোস্বামী (৩০) এবং একই এলাকার গৌরাঙ্গ বনিকের ছেলে মোহন বনিক (৩১)। তারা দুইজনই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, শশই এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী মারা যান। একই সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ১০ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু গণমাধ্যমকে জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধারে কাজ চলছে।

সারাদিন/০২ অক্টোবর/এমবি

Nagad