শীর্ষে ফিরলো বার্সেলোনা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

সংগৃহীত

টানা পাঁচ ম্যাচে জাল অক্ষত রেখেই জিতলো বিশ্ব বিখ্যাত ফুটবল ক্লাব বার্সেলোনা। শনিবার (০১ অক্টোবর) রাতে মায়োর্কার মাঠে লা লিগায় ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সা।

তবে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ আছে রোববার (০২ অক্টোবর) সিএ ওসাসুনাকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করার।

সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে এক নম্বরে উঠেছে বার্সেলোনা। মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট পেছনে। তাদের পয়েন্ট এখন ১৮। বার্সার কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিতে ওসাসুনাকে রোববার রাতে স্বাগত জানাবে তারা।

মায়োর্কার মাঠে লা লিগায় সবসময়ের মতো শুরু থেকে বল দখলে রাখার কৌশল নেওয়া বার্সেলোনা ২০তম মিনিটে এগিয়ে যায়। বাঁ দিক দিয়ে আক্রমণ শাণানো আনসু ফাতি এক ঝটকায় সামনের প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে পাস বাড়ান সামনে। আর বল ধরে ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে গোলটি করেন লেভানদোভস্কি।

লা লিগায় টানা ৬ ম্যাচে জালের দেখা পেলেন পোলিশ তারকা; পিচিচি ট্রফির দৌড়ে ৯ গোল নিয়ে শীর্ষে তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সিতে তার গোল হলো ১২টি।

সারাদিন/০২ অক্টোবর/এমবি

Nagad