ভারতে দুর্গাপূজার মণ্ডপে আগুনে নিহত ৫, আহত ৬৬

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

সংগৃহীত ছবি-

ভারতের দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৬৬ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তমীর দিন আরতি দেওয়ার সময় রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মণ্ডপের প্যান্ডেলের ভেতরে প্রায় দেড়শ মানুষ ছিল বলে পুলিশ জানিয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তারা।

রোববার (২ অক্টোবর) রাতে রাজ্যটি ভাদোহি শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাথিকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

রাথি বলেন, ‘প্যান্ডেলটির একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক তারের কয়েক জায়গায় আগুন ধরে যায়, কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো মণ্ডপজুড়ে ছড়িয়ে পড়ে।’

এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক নারী ও ১৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে সোমবার সকালে হাসপাতালে আরো দুটি শিশু ও আরেক নারীর মৃত্যু হয়েছে।

Nagad

জেলা পুলিশ সুপার অনিল কুমার জানান, এ ঘটনায় একটি মামলা (এফআইআর) করা হয়েছে।