টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, নারীসহ উদ্ধার ৩৪
কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার বঙ্গোপসাগরে উপকূলে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় তিন নারীসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ড।
মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশি বাকিরা সবাই টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি সমুদ্রের চর থেকে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটিতে কতো জন যাত্রী ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এখনও উদ্ধার কার্যক্রম চলছে।
পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার জেলার মহেশখালীর দুই জন, টেকনাফ সাবরাংয়ের একজন এবং ঈদগাঁও উপজেলার একজন রয়েছেন। বাকিরা উখিয়ার বালুখালী, কুতুপালং, হাকিম পাড়াসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
তিনি আরও জানান, সোমবার দিবাগত রাতে বাহারছড়ার কচ্ছপিয়া নামক স্থান থেকে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করে। পরে ট্রলারটি সাগর ডুবে যায়। এসময় যাত্রীরা সাঁতরে হলবনিয়া ও কাদেরপাড়ার চরে গিয়ে ওঠেন। যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই রোহিঙ্গা।