আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
ভাঙাচোরা সড়কে নালা উপচানো পানি, আটকে যায় যান
রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের বাসিন্দা মো. আনোয়ার হোসেন। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় পোশাক কারখানা রয়েছে তাঁর। প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে কারখানায় যান, ফেরেন সন্ধ্যায়। কিন্তু এ যাওয়া–আসায় ভোগান্তি তাঁর নিত্যদিনের সঙ্গী।
গতকাল সোমবার ক্ষোভের সঙ্গে আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘৮-১০ বছর ধরে ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছি। রাস্তার বেহাল দশার কারণে কোনো দিনই সময়মতো কারখানায় যেতে পারি না, বাসায় ফিরতে পারি না।’ তিনি বলেন, ‘রাস্তার এ অবস্থা দেখে দেশি-বিদেশি বায়াররাও (ক্রেতা) কারখানায় আসতে চান না। শ্রমিকেরা চলাচল করতে গিয়ে তাঁদের কষ্টের কথা জানান।’ভাঙাচোরা সড়ক আর অপরিষ্কার নালা—মূলত এ দুইয়ে আটকে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আবদুল্লাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত অংশ। ভাঙাচোরা সড়কে এমনিতেই গাড়ি চলে ধীরগতিতে। এর ওপর একটু বৃষ্টি হলেই নালার পানি উপচে দেখা দেয় অচলাবস্থা। ফলে দেখা দেয় যানজট। আনোয়ার হোসেনের মতো এ মহাসড়কে চলাচলকারী মানুষেরা ভোগান্তিতে পড়েন। সূত্র: প্রথম আলো ।


ঘুষ লেনদেন, দরপত্র বাতিলের সুপারিশ
যুব উন্নয়ন অধিদপ্তরে একটি প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহ্বানের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এই নিয়োগের প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠিত কমিটি।
মোট ৪১২ জনবল সরবরাহের জন্য দরপত্র আহ্বান করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর। পাঁচটি প্রতিষ্ঠান ওই কাজের জন্য নির্বাচিত হয়।পরে এই কাজ প্রতিষ্ঠানগুলো কিভাবে নিয়েছে তার একাধিক অডিও রেকর্ড ফাঁস হয়। রেকর্ডে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছিলেন, কেউ ৩০ লাখ, কেউ ২০ লাখ, কেউ ১০ লাখ টাকা দিয়ে কাজগুলো পেয়েছেন। অধিদপ্তর ও মন্ত্রণালয়ের শীর্ষ দুই কর্মকর্তা সরাসরি টাকা নিয়েছেন বলে আলাপে উঠে আসে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (তৃতীয় পর্যায়) প্রকল্পে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহের দরপত্র আহ্বান করা হয় গত ২ জুন। এতে পাঁচ লটে জনবল সরবরাহের কথা বলা হয়। প্রথম লটে ৭৪, দ্বিতীয় ও তৃতীয় লটে ৭৩ জন করে, চতুর্থ ও পঞ্চম লটে ৯৬ জন করে জনবল চাওয়া হয়। সূত্র: কালের কণ্ঠ
দেশে বড় ধরনের ডলার সংকট
বার্তা ছিল ৬ বছর আগেই
দেশ বড় ধরনের ডলার সংকটের মুখোমুখি হচ্ছে-এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল ৬ বছর আগেই। ২০১৬-১৭ অর্থবছরে দেশের চলতি হিসাবে ঘাটতি দেখা দেয়। টানা ছয় বছর চলে ওই ঘাটতি। ওই ঘাটতির কারণে ডলার সংকটের আভাস অর্থ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টরা পেয়েছিল। কিন্তু তারা সতর্কতামূলক যথাযথ পদক্ষেপ নেয়নি। উলটো ডলারের বিপরীতে টাকার মান বাজারে ঘনঘন হস্তক্ষেপ করে ধরে রেখেছে। একদিকে রিজার্ভ বাড়িয়েছে, অন্যদিকে বিদেশ থেকে ঋণ নেওয়ার অনুমোদন দিয়েছে। রিজার্ভ থেকেও ঋণ দিয়ে এর খরচ বাড়িয়েছে। করোনার পর গত বছরের আগস্ট থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম হুহু করে বেড়ে গেলে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলসহ সব পণ্যের দাম আকাশচুম্বী হলে আমদানি ব্যয় ব্যাপকভাবে বেড়ে যায়। রেমিট্যান্স ও রপ্তানি কমে যেতে শুরু করে। এর প্রভাবে ডলার সংকট তীব্র আকার ধারণ করে। রিজার্ভে প্রবল চাপ পড়ে। সূত্র: যুগান্তর।
অপেক্ষা কমছে মেট্রোরেলের
* উত্তরা অঞ্চলের তিন স্টেশনের কাজ শেষ * ছয় স্টেশনের কাজও শেষ হচ্ছে নভেম্বরে * ডিসেম্বরের মধ্যে যাত্রীবহনের জন্য খুলবে * পালা করে ২৪ ঘণ্টাই চলছে কাজ
নিচে সমতল রাস্তা। শোঁ শোঁ গাড়ি চলছে। অবশ্য পিচঢালাই পুরোপুরি শেষ হয়নি। ওপরে মেট্রোরেলের লাইন। দিয়াবাড়ীর ডিপো থেকে উঠে এসেছে পৃথক পৃথক রেললাইন। যুক্ত হয়েছে মেট্রোরেলের প্রধান স্টেশনের সঙ্গে। স্টেশনের নিচের রাস্তা দিয়ে হাঁটলে চোখে পড়ে লিফট। এই লিফট দিয়ে উঠতে হবে স্টেশনে। কিংবা দুই পাশে থাকা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই চোখে পড়বে টিকিটিং সেন্টার। তার পাশেই কন্ট্রোল রুম। টিকিটিং সেন্টারের উল্টো দিকে সুইচগেট। গেট পেরিয়ে গেলেই ডানদিকে সিঁড়ি। অন্য পাশে দুই দিক দিয়ে উঠে গেছে এক্সেলেটর (চলমান লিফট)। সিঁড়ি কিংবা এক্সেলেটর বেয়ে ওপরে উঠলেই প্ল্যাটফরম। মাথার ওপরে বড় মনিটরে শোভা পাচ্ছে ওয়েলকাম টু ঢাকা মেট্রোরেল। অন্য একাধিক মনিটরে লেখা আছে গন্তব্য আগারগাঁও। স্টেশনের নাম উত্তরা। সন্ধ্যার পর মাথার ওপরে সুসজ্জিত লাইটগুলো ঝলঝল করে জ্বলে ওঠে। রেললাইন বরাবর ওপরের দিকে ভেন্টিলেটর। যা আলোক পরিবাহী স্বচ্ছ কঠিন পদার্থ দিয়ে তৈরি। যা ছেদ করে সূর্যালোক পড়েছে পুরো স্টেশন এলাকায়। এটিই মেট্রোরেল লাইন-৬ এর প্রধান (১ নম্বর) স্টেশন। এ স্টেশনের নির্মাণ কাজ প্রায় শতভাগ শেষ হয়ে গেছে। চলছে ঘষামাজার কাজ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) তথ্যমতে, এ রকম তিনটি স্টেশনের কাজ প্রায় শেষ হয়েছে। উত্তরা অঞ্চলের ওই তিনটি স্টেশন ঘুরে দেখা গেছে শেষ মুহূর্তের ঘষামাজার কাজ চলছে। সূত্র: বিডি প্রতিদিন।
কামারখন্দে সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেওয়ায় একটি মাইক্রোবাসের তিন আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত আট জন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন যানবাহনকে ঘুরপথে শহর হয়ে মুলিবাড়ি-চান্দাইকোনা সড়কে চলাচল করায় শহরের ঢাকা রোড ও বাজার স্টেশন এলাকায়ও যানজট দেখা গেছে। সূত্র: বিডি নিউজ
শিশুরা যেখানে সারা বছর মাস্ক পরে স্কুলে যায়!
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ মহাসড়ক। একের পর এক কনটেইনার ট্রাক সগর্জনে ছুটে যাচ্ছে মহাসড়কের ওপর দিয়ে, পেছনে রেখে যাচ্ছে ধুলোর মেঘ। আশপাশের গোটা এলাকা ঢাকা পড়ছে সেই ধুলোর মেঘের আড়ালে। নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরের চর সৈয়দপুর এলাকাটি অবস্থিত শীতলক্ষ্যা ও ধলেশ্বরীর মাঝখানে। এই এলাকায় আছে কিছু লাল ক্যাটাগরির শিল্প।এখানকার ধুলোর ঘনত্ব আন্দাজ করা কঠিন। তবে ধলেশ্বরীর ওপরে মুক্তারপুর ব্রিজে দাঁড়িয়ে গোটা এলাকার ওপর নজর বোলালে দেখতে পাবেন, পুরু ধোঁয়াশা গোটা চর সৈয়দপুরকে ঘিরে রেখেছে। ই ধুলোর কারণে চর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে ভীষণ উদ্বিগ্ন। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত স্কুলটির বর্তমান শিক্ষার্থীসংখ্যা ৬৬০ জন।স্কুলটির দুই শিক্ষক দুলালী আক্তার ও সোহেল রানা বলেন, ‘আমরা সারাক্ষণই নিশ্বাসের সঙ্গে ধুলা নিচ্ছি। ছাত্রছাত্রীরা কোনোমতে শব্দ দূষণের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। কিন্তু ক্লাস করার সময়ও ওদের মাস্ক পরে থাকতে হয়। শ্রেণিকক্ষের ভেতরে সবকিছু ধুলায় ঢাকা পড়ে। কয়বার ঝাড়ু দেব বলুন?’ সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
রাজনীতি: বিএনপির সাথে ছোট দলগুলোর বৈঠক, দাবী-দফার মূলে ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন’
বাংলাদেশে নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনে একমত হওয়ার লক্ষ্যে বিএনপি অন্যান্য বিরোধী রাজনৈতিক কিছু দলের সাথে দ্বিতীয় দফা আলোচনা শুরু করেছে। তবে প্রস্তাবিত আন্দোলনের রুপরেখা নিয়ে এখনও কোন আলোচনা হচ্ছে না।প্রস্তাবিত সেই আন্দোলনে কোন কোন দাবি উত্থাপন করা হবে -এ দফার আলোচনায় সে বিষয়ে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।বিএনপির নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের দাবিকে মূল লক্ষ্য করে অন্য দলগুলোর সাথে মীমাংসার ভিত্তিতে এ মাসের মধ্যেই তারা যুগপৎ আন্দোলনের দাবি-দফা চূড়ান্ত করবেন।গত রোববার থেকে বিএনপি বিভিন্ন দলের সাথে এই আলোচনা পর্ব শুরু করেছে। সূত্র: বিবিসি বাংলা।
কাতার ফুটবল বিশ্বকাপ
দর্শকের জন্য ১ লাখ ৩০ হাজার কক্ষ প্রস্তুত
কাতার বিশ্বকাপের আর মাত্র বাকি ৪৭ দিন। এরই মধ্যে দর্শক গ্রহণের জন্য প্রস্তুত আয়োজক দেশটি। হোটেল, অ্যাপার্টমেন্ট, জাহাজ ও তাঁবুর মাধ্যমে ফুটবল অনুরাগীদের জন্য ১ লাখ ৩০ হাজার রুম প্রস্তুত করেছে দেশটির সরকার। একই সঙ্গে আরো কিছু বিলাসবহুল হোটেল কক্ষ ও অ্যাপার্টমেন্ট প্রস্তুতের জন্য শ্রমিকরা দিন-রাত পরিশ্রম করছেন। তবে কিছু দর্শক এরই মধ্যে কক্ষ ভাড়া বেশি এবং কক্ষ সংকট হবে বলে অভিযোগ তুলেছেন। খবর গালফ নিউজ।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসোসিয়েশন ফুটবল (ফিফা)। এরই মধ্যে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির অতিথিদের জন্য শত শত অভিবাসী শ্রমিকের কঠোর পরিশ্রমে কাতারে নির্মিত হচ্ছে ২১১ মিটার বা ৬৯৬ ফুট উচ্চতাসম্পন্ন কাতারা টাওয়ারস। টাওয়ারটি নির্মাণে প্রকল্পের এক কর্মকর্তা বলেন, এটি দ্রুত নির্মাণের জন্য সবাই দিন-রাত পরিশ্রম করে চলেছেন। কাতারে আগামী মাসের ২০ তারিখে শুরু হবে ২২তম ফুটবল বিশ্বকাপ। দেশটির আটটি ভেন্যুতে ৩২টি দল এ বিশ্বকাপে অংশগ্রহণ করবে। বিশ্বকাপ কেন্দ্র করে বিশ্বের বিত্তশালী ফুটবল অনুরাগীদের আগমন ঘটবে দেশটিতে। এসব অনুরাগী মার্বেল সেলারের তৈরি কক্ষ এবং ঝাড়বাতি নির্মিত লবিগুলোয় দিনপ্রতি হাজার হাজার ডলার ব্যয়ে অবস্থান করবেন। বিশ্বকাপের ফাইনাল খেলাটি আগামী ১৮ ডিসেম্বর দেশটির লুসাইল সমুদ্রতীরে অবস্থিত লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সূত্র: বণিক বার্তা।
দুধ-ডিম-আদাসহ নিত্যপণ্যে অস্বস্তি
কিছুতেই নাগালে আসছে না নিত্যপণ্যের দাম। আদা, ডাল, রসুনসহ বেশ কিছু পণ্যের দাম আরও বেড়েছে গত এক মাসের ব্যবধানে। কিছু পণ্যের দাম আবার আগে থেকে বেড়ে স্থিতিশীল। সীমাহীন কষ্টে কাটছে নিম্ন আয়ের মানুষের। জীবন চালাতে তারা হিমশিম খাচ্ছেন। দামের বাড়বাড়ন্তে কিছু পরিবার তাদের খাদ্যতালিকা থেকে বেশ আগেই ছাঁটাই করেছেন আমিষের পরিমাণ। এর মধ্যে আবার চোখ রাঙাচ্ছে ডিম-দুধের মতো প্রয়োজনীয় আমিষগুলোর দামও। বাড়তি দামের জন্য ব্যবসায়ীরা দুষছেন আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজধানীর বাজারের ৩২ ধরনের খাদ্যপণ্যের দামের ওঠা-নামার হিসাব রাখে। সংস্থাটির তথ্য বিশ্লেষণে মিলেছে এ তথ্য। টিসিবি বলছে, গত এক মাসের ব্যবধানে বাজারে সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। বিশেষ করে চীন থেকে আমদানি করা আদা। বাজারে এক মাসের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ৬১ দশমিক ৫৪ শতাংশ। অর্থাৎ প্রতি কেজি আদা যেখানে গত মাসে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হয়েছে, সেটা এখন ২০০ থেকে ২২০ টাকা। সূত্র: জাগো নিউজ
টেলিভিশনের বিবর্তনের ইতিহাস নিয়ে ফরিদুর রেজা সাগরের বই
ফরিদুর রেজা সাগরের লেখা ও সম্পাদনায় টেলিভিশনের ইতিহাসভিত্তিক বই প্রকাশ করছে ইউনেস্কো। টেলিভিশনের বিবর্তনের ইতিহাস নিয়ে লেখা বইটির প্রকাশনায় সহযোগিতা ও অংশী হিসেবে যুক্ত হতে এ নিয়ে চুক্তি হয়েছে। চুক্তি সইয়ের পর আলোচনায় দেশ বরেণ্য টেলিভিশন ব্যক্তিত্বরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সূত্র: চ্যানেল আই অনলাইন